এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কন্যাশ্রী দিবসের দিনে রাজ্যের মেয়েদের প্রতি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

কন্যাশ্রী দিবসের দিনে রাজ্যের মেয়েদের প্রতি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবস। এই দিনটিকে প্রতিবছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। সাধারণত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান পালন করা হয়। তবে, করোনা সংক্রমনের কারণে গত বছর থেকে এই অনুষ্ঠান পালন বন্ধ রয়েছে। এ বছরও সংক্রমণ থাকার কারণে অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি। তাই আজকের দিনে বিশেষ টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্যাশ্রী দিবসে বাংলার সমস্ত মেয়েদের সাফল্য উদযাপন করছেন তিনি। বাংলার মেয়েদের প্রতি কৃতজ্ঞ তিনি। তাদের উৎসাহ নিয়ে গর্বিত তিনি। তিনি জানান, কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্ন পূরণের ক্ষেত্রে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তাঁদেরকে সর্বদা কাজ করে যাওয়া উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কন্যাশ্রী প্রকল্পতে প্রথমে শুধুমাত্র স্কুল ছাত্রীদের সুবিধা দেওয়া হতো। পরবর্তীতে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরও এরসঙ্গে যুক্ত করা হয়েছে। বিভিন্ন ধারায় বিভিন্ন কন্যাশ্রী নিয়ে চিন্তাভাবনা চলছে সরকারের। এই প্রকল্পের আওতায় ২৫ বছরে ২৫ হাজার টাকা অর্থসাহায্য দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গ্রামীণ এলাকার ছাত্রীদের স্কুল ছুট কমাতে ব্যাপক সাহায্য করেছে এই প্রকল্প।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলি রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প দেশে একাধিকবার ভূয়শী প্রশংসা পেয়েছে। এমনকি, রাষ্ট্রসংঘে পুরস্কার পর্যন্ত পেয়েছে এই প্রকল্পটি। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম সহায়ক হলো কন্যাশ্রী প্রকল্প। আজ কন্যাশ্রী দিবসে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মেয়েদের উদ্বুদ্ধ করতে তাদের প্রতি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!