এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত মোদির হাত ধরে নয়, এনার হাত ধরেই কি বিজেপিতে আসছেন শুভেন্দু, বৈঠকের খবর ঘিরে জল্পনা

অমিত মোদির হাত ধরে নয়, এনার হাত ধরেই কি বিজেপিতে আসছেন শুভেন্দু, বৈঠকের খবর ঘিরে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে এতদিন ধরে তৃণমূলের রাজনৈতিক অন্দরমহল সরগরম ছিল। আজকেই তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন যা জল্পনাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। এবার সামনে এলো আরো বড় খবর, সূত্র মারফত জানা গেছে আজ রাতে কলকাতায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আর আজ রাতেই মোহন ভাগবতের সাথে শুভেন্দু অধিকারীর বৈঠক আছে বলে জানা গেছে। তাই যেখানে আজই মন্ত্রীত্ব পদ ছেড়েছেন তিনি, সেখানে এই বৈঠকের পর যে তাঁর দল ছাড়ার সম্ভাবনাও প্রবল হয়ে উঠবে, সেই অনুমানও করতে দেখা গেছে অনেক রাজনীতিবিদকে।

সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, এই বৈঠকের অপেক্ষা কেবল। কারণ আজ শুভেন্দু অধিকারী এই বৈঠকের পর দিল্লী উড়ে যাবেন বলেই অনুমান করা হচ্ছে। আর আগামীকাল দিল্লীতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করে পতাকা হাতে তুলে নেবেন বলেও অনুমান করছেন রাজনীতিবিদরা।

বস্তুত এই ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কয়েক মাস আগেই। যেখানে বেশ কয়েকমাস ধরেই তাঁকে অরাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। আর অন্যদিকে দলীয় কর্মসূচিতে তাঁর উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যায়নি।

তবে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর নামে অরাজনৈতিক ব্যানার চোখে পড়ায় জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সেখানে তাঁর দল ছাড়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। সেইসঙ্গে তিনি নতুন দল গঠন করতে পারেন সেই সম্ভাবনার কথাও জানা যায়। অন্যদিকে এমন পরিস্থিতিতে তাঁকে ধরে রাখার জন্যে সৌগত রায়কে বারবার বৈঠক করতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তারসঙ্গে অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অখিল গিরির মত তৃণমূল সাংসদ বারবার কটাক্ষ করেছেন তাঁকে। যদিও তিনি যে এখনই দল ছাড়ছেন না, সেই কথাও শোনা গিয়েছিল। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে তাঁর দল ছাড়লে যে সমস্যা তৈরি হবে তৃণমূলে, এমনটাই জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।

তবে সম্প্রতি এই সমস্ত জল্পনাকে সত্যি করে একে একে নিজের সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়াতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। সেখানে একে একে তিনি এইচআরবিসি এবং মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলেই জানা গেছে। শুধু তাই নয়, সেইসঙ্গে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদও তিনি ছেড়ে দিয়েছেন বলেই জানা গেছে।

সেইসঙ্গে তিনি ফিরিয়ে দিয়েছেন রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তাও। জেট ক্যাটাগরির নিরাপত্তা আর পাইলট কার দুটিই তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। বস্তুত, রাজনীতিবিদদের মতে আসলে শুভেন্দু অধিকারী এভাবেই বুঝিয়ে দিতে চাইলেন যে, তাঁর পদ ছাড়তে এক মুহূর্তও লাগে না। পদের প্রতি যে তাঁর বিন্দুমাত্র লোভ নেই, সেই কথাই প্রমাণ করলেন তিনি।

তাই সব কিছু ঠিক থাকলে আগামিকালই তিনি দিল্লির পথে চলতে শুরু করবেন বলেও অনুমান করা হচ্ছে।।আর সেই সম্ভাবনা সত্যি হলে আগামী সপ্তাহেই তাঁর বিজেপিতে যোগদান সম্পন্ন হয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে তার আগেই তাঁর বিজেপিতে যোগের সম্ভাবনা যেন আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!