এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কার হাত দিয়ে পেশ হতে চলেছে রাজ্য বাজেট? চমকের আশায় সাধারণ মানুষ!

কার হাত দিয়ে পেশ হতে চলেছে রাজ্য বাজেট? চমকের আশায় সাধারণ মানুষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত বছরেও ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে পারেননি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এবারেও তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বাজেট অর্থমন্ত্রী হিসেবে পেশ করতে পারছেন না তিনি। মূলত, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরেই গৃহবন্দি রয়েছেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র। নির্বাচনে তিনি না লড়লেও তাকেই অর্থমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মন্ত্রিসভার শপথের দিনে বাড়িতে থেকেই ভার্চুয়ালি শপথ নিতে দেখা গিয়েছিল তাকে। আর এই পরিস্থিতিতে আজ তৃতীয় বার ক্ষমতায় আসার তৃণমূল সরকারের পক্ষ থেকে প্রথম রাজ্য বাজেট পেশ করা হচ্ছে।

তবে সেই বাজেট পেশ করতে চলেছে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মূলত, দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট অর্থাৎ ভোট অন অ্যাকাউন্ট অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে পেশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই বাজেট পেশ করবেন পরিষদীয় মন্ত্রী। স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা তৃতীয় তৃণমূল সরকারের পক্ষ থেকে আজ যে বাজেট পেশ করা হচ্ছে, তা নিয়ে জনতা জনার্দনের মধ্যে ব্যাপক আশা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ হতে চলেছে। যে বাজেট পেশ করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হিসেব মতো অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের এই বাজেট পেশ করার কথা। কিন্তু তিনি বাড়িতে থেকেই এই সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ করছেন। তবে এবারের বাজেটে কি কি চমক থাকছে, তা নিয়ে রীতিমতো কৌতুহল তৈরি হয়েছে। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে দুর্যোগ, এই সমস্ত কিছুকে সামাল দিয়ে তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল সরকারের পক্ষ থেকে মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য বড় কোনো ঘোষণা করার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক বোঝা একটা বিশাল সমস্যা। তাই সেদিক থেকে ভারসাম্য বজায় রেখে কেমন হয় রাজ্য বাজেট, তার দিকে লক্ষ্য রয়েছে সকলের।

বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় বার রাজ্যের ক্ষমতা দখল করার আগে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে সমাজের সর্বস্তরের মানুষদের উন্নতির কথা তুলে ধরা হয়েছিল। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করার পথে ইতিমধ্যেই একধাপ এগিয়েছে তৃণমূল সরকার। ক্ষমতায় আসার পরই “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” থেকে শুরু “দুয়ারে রেশন” প্রকল্প বাস্তবায়িত করার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তাই বাকি থাকা ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ করতে আজকের রাজ্য বাজেটে বড় চমক দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকের রাজ্য বাজেটে কি ঘোষণা করেন এবং তার ফলে রাজ্যবাসীর তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!