এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > কার নির্দেশে প্রতিহিংসা পুলিশের? এবার মাথার খোঁজে লড়াইয়ের হুশিয়ারি হেভিওয়েটের!

কার নির্দেশে প্রতিহিংসা পুলিশের? এবার মাথার খোঁজে লড়াইয়ের হুশিয়ারি হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের পুলিশ বারবার করে কলকাতা হাইকোর্টে গিয়ে কালমলা খায়। কিন্তু তারপরেও রাজনৈতিক বিরোধী শক্তি থেকে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, তাদের মুখ বন্ধ করতে পুলিশের চেষ্টা শেষ থাকে না। অন্তত তেমনটাই অভিযোগ বিরোধীদের। সম্প্রতি ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আদালতের পক্ষ থেকে গতকাল রাজ্য পুলিশকে অস্বস্তিতে ফেলে সেই বাম নেতাকে জামিন দেওয়া হয়। আর আজ বাইরে বেরিয়েই পুলিশের প্রতিহিংসা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি কার নির্দেশে পুলিশ এই কাজ করছে, সেই মূল মাথার বিরুদ্ধে লড়াই চালানোর ইঙ্গিত দিলেন কলতান দাশগুপ্ত।

প্রসঙ্গত, আজ জেল থেকে মুক্তি পান কলতান দাশগুপ্ত। আর তারপরেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। হেভিওয়েট এই বাম নেতা বলেন, “পুলিশ প্রতিহিংসার আচরন করছে। সব ক্ষেত্রেই পুলিশের এই আচরণ লক্ষ্য করা যাচ্ছে। তবে কার নির্দেশে পুলিশের এই আচরণ, এবার সেই মাথার বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।” একাংশ বলছেন, কলতান দাশগুপ্তের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট যে, তিনি ঘুরিয়ে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর দিকেই ইঙ্গিত করতে চাইলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!