এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক উপনির্বাচনের রেজাল্ট LIVE: সকাল ১০:৪৫ এর ফলাফল, ডজন আসনে এগোল বিজেপি

কর্ণাটক উপনির্বাচনের রেজাল্ট LIVE: সকাল ১০:৪৫ এর ফলাফল, ডজন আসনে এগোল বিজেপি

আজ কর্ণাটকের ১৫ বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ঘোষণা। কর্ণাটকে বহু নাটকের পর আপাতত ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি ক্ষমতাসীন। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে গেলে এই ১৫ টি আসনের মধ্যে ন্যূনতম ৬ টি আসনে বিজেপিকে জিততেই হবে। নাহলে কর্নাটকে আবারো হবে পালাবদল।

যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা দাবি করেছেন, বিজেপি এই ১৫ টির মধ্যেণ্টত ১৩ টি আসনে জয়ী হবে। প্রসঙ্গত, এই ১৫ টি আসনেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন হয় কংগ্রেস অথবা জেডিএস প্রার্থী। কিন্তু কুমারস্বামী সরকারের ফ্লোর টেস্টের সময় ১৭ বিধায়ক পদত্যাগ করলে – সরকার গঠন করে বিজেপি।

সেই ১৭ আসনের মধ্যে ১৫ টি আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হবে আজ। এই ১৫ টি আসনের মধ্যে ১৩ টি আসনেই বিজেপি কংগ্রেস-জেডিএসের বিদ্রোহী প্রাক্তন বিধায়কদের টিকিট দিয়েছে। ফলে, আজ সারাদিনই টানটান উত্তেজনা থাকবে কর্ণাটক নিয়ে। আর সেই উপনির্বাচনের সব খবর সবার আগে – প্রিয় বন্ধুর পেজে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত এই উপনির্বাচনের ফলাফল। যেসব আসনে আজ উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে –
মোট আসন – ১৫
ঘোষণা/গণনা চলছে – ১৫
বিজেপি – ১২
কংগ্রেস – ২
জেডিএস – ০
অন্যান্য – ১

এই ফলাফলের ভিত্তিতে সমগ্র কর্ণাটক বিধানসভার চিত্র –
মোট আসন – ২২৪
ফলাফল ঘোষণা/গণনা চলছে – ২২২
সংখ্যাগরিষ্ঠতা – ১১২ আসন
বিজেপি – ১১৮
কংগ্রেস – ৬৮
জেডিএস – ৩৪
অন্যান্য – ২

১. আথানি –
বিজেশ কুমাতাল্লি, বিজেপি এগিয়ে
গজানন মঙ্গাসুল্লি, কংগ্রেস পিছিয়ে
৬,৩,৬৭ ভোট, পঞ্চম রাউন্ডের শেষে

২. কাগওয়ার –
শ্ৰীমন্ত পাতিল, বিজেপি এগিয়ে
ভরামগৌড়া কাগে, কংগ্রেস পিছিয়ে
৬,০৬৯ ভোট, ষষ্ঠ রাউন্ডের শেষে

৩. গোকাক –
রমেশ লক্ষ্মনরাও, বিজেপি এগিয়ে
লখন লক্ষ্মনরাও, কংগ্রেস পিছিয়ে
৫,৬৭৫ ভোট, পঞ্চম রাউন্ডের শেষে

৪. ইয়েল্লাপুর –
শিবরাম হেব্বার, বিজেপি – ৮০,৪৪৪ ভোট (জয়ী)
ভীমান্না নায়েক, কংগ্রেস – ৪৯,০৩৪ (পরাজিত)
জয়ের ব্যবধান – ৩১,৪১০ ভোট

৫. হিরেকেরুর –
বিসি পাতিল, বিজেপি এগিয়ে
বিবি হনুমন্তাপ্পা, কংগ্রেস পিছিয়ে
৬,৭৩৪ ভোট, পঞ্চম রাউন্ডের শেষে

৬. রানীবেন্নুর –
অরুন গুঠঠুর, বিজেপি এগিয়ে
কেবি কোলিওয়ার, কংগ্রেস পিছিয়ে
২,০০৮ ভোট, তৃতীয় রাউন্ডের শেষে

৭. বিজয়নগর –
আনন্দ সিং, বিজেপি এগিয়ে
ভিওয়াই ঘোড়পাড়ে, কংগ্রেস পিছিয়ে
৬,০২৫ ভোট, চতুর্থ রাউন্ডের শেষে

৮. চিকবল্লাপুর –
কে সুধাকর, বিজেপি এগিয়ে
যেন রাধাকৃষ্ণা, জেডিএস পিছিয়ে
১৫,৩০৫ ভোট, সপ্তম রাউন্ডের শেষে

৯. কৃষ্ণরাজপুরম –
বিএ বাসবরাজ, বিজেপি এগিয়ে
এম নারায়ণস্বামী, কংগ্রেস পিছিয়ে
৩,৭৩৩ ভোট, চতুর্থ রাউন্ডের শেষে

১০. যশবন্তপুর –
এসটি সোমাশেখর, বিজেপি এগিয়ে
টিএন গৌড়া, জেডিএস পিছিয়ে
৬৩ ভোট, নবম রাউন্ডের শেষে

১১. মহালক্ষ্মী লেআউট –
কে গোপালাইয়াহ, বিজেপি এগিয়ে
গিরিশ নাশি, জেডিএস পিছিয়ে
২১,৩০৯ ভোট, চতুর্থ রাউন্ডের শেষে

১২. শিবাজিনগর –
রিজোয়ান আরশাদ, কংগ্রেস এগিয়ে
এম সারভানা, বিজেপি পিছিয়ে
৫,১০৯ ভোট, ষষ্ঠ রাউন্ডের শেষে

১৩. হোসকোটে –
শরথ বাচেগৌড়া, নির্দল এগিয়ে
এন নাগারাজু, বিজেপি পিছিয়ে
৮,১৭০ ভোট, পঞ্চম রাউন্ডের শেষে

১৪. কৃষ্ণরাজাপেট –
নারায়ন গৌড়া, বিজেপি এগিয়ে
বিএল দেবরাজ, জেডিএস পিছিয়ে
৭৬৮ ভোট ভোট, সপ্তম রাউন্ডের শেষে

১৫. হুনাসুরু –
এইচ পি মঞ্জুনাথ, কংগ্রেস এগিয়ে
আদাগুরু বিশ্বনাথ, বিজেপি পিছিয়ে
১৬,০৮৩ ভোট, একাদশ রাউন্ডের শেষে

যেমন আমরা জানিয়েছিলাম, যশবন্তপুর আসনে নবম রাউন্ডের শেষে এগিয়ে গেল বিজেপি। যদিও যশবন্তপুর ও কৃষ্ণরাজাপেট আসনে জোরদার টক্কর চলছে বিজেপি ও জেডিএসের মধ্যে। ফলাফল যে কারোর পক্ষে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!