এখন পড়ছেন
হোম > Uncategorized > কারচুপি করেই উপনির্বাচনে রেকর্ড জয়? পর্দাফাসে জেরবার মমতা! অস্বস্তিতে তৃণমূল!

কারচুপি করেই উপনির্বাচনে রেকর্ড জয়? পর্দাফাসে জেরবার মমতা! অস্বস্তিতে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া রাজ্যের বিধানসভা নির্বাচনে শান্তিপুর এবং দিনহাটায় পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে সম্প্রতি উপনির্বাচনের পড়ে সেই দুই বিধানসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয় পেয়েছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, রাজ্যের আরও দুই বিধানসভা কেন্দ্র গোসাবা এবং খড়দহতেও তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিন রীতিমতো নজর কেড়েছে সকলের।

তৃণমূল এই জয়ে ব্যাপকভাবে উজ্জীবিত হলেও, বিরোধী শিবিরের পক্ষ থেকে কিন্তু সেই জয় নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। এত মার্জিন নিয়ে কি করে জয় পাওয়া সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে একাংশ। আর এই পরিস্থিতিতে এবার ইভিএম বদল করার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই তার এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার দীনদয়াল উপাধ্যায় ফাউন্ডেশন কমিটির পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “বিভিন্ন বুথ থেকে আমাদের হাতে যা তথ্য আসছে, তাতে স্পষ্ট, গণনায় শাসকদল কারচুপি করেছে। নচেৎ এই ফলাফল অসম্ভব। সব কেন্দ্রে ইভিএম পাল্টানো হয়েছে। সব বুথের ফলাফল হাতে আসুক। তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নেব।”

একাংশ বলছেন, নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর চাপ বাড়বে ঘাসফুল শিবিরের। কেননা কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে যেখানে শান্তিপুর এবং দিনহাটায় পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা, সেখানে এত রেকর্ড মার্জিনে তাদের জয় লাভের কারণ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। আর এবার সেই ব্যাপারে প্রশ্ন তুলে একেবারে ইভিএম বদল করার কথা তুলে ধরে শাসক শিবিরের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বভাবতই গোটা ঘটনাকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!