এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করিমপুর ‘অস্ত্রেই’ কি নদীয়ার ১৭ আসনে ঘাসফুল ফোটানোর নীল-নকশা তৈরীতে বড়সড় পদক্ষেপ মহুয়ার?

করিমপুর ‘অস্ত্রেই’ কি নদীয়ার ১৭ আসনে ঘাসফুল ফোটানোর নীল-নকশা তৈরীতে বড়সড় পদক্ষেপ মহুয়ার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই মুহূর্তে সাজো সাজো রব রাজ্যের রাজনৈতিক শিবিরগুলোতে। ইতিমধ্যে শাসক দল তৃণমূল দলনেত্রী একুশে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকেই ডাক দিয়েছেন 2021 এর বিধানসভা নির্বাচনে আবার ফিরে আসার। আর সেই সূত্রে সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন হয়ে গেল ব্যাপক আকারে। এবং এই পরিবর্তনের হাত ধরেই সাংসদ মহুয়া মৈত্র এবার শুধু কৃষ্ণনগর নয়, পরিবর্তে সমগ্র নদীয়া জেলার দলীয় সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।

নদীয়া জেলার কয়েকটি অঞ্চল লোকসভা নির্বাচনে বিজেপি শিবিরের হাতে এসেছে। এবার সেই অঞ্চলগুলি ফিরিয়ে নেবার নিদারুণ চেষ্টা চালানো হবে বলে মনে করা হচ্ছে। সেই সূত্রে রবিবার নদীয়া জেলার তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র জেলা পরিষদের সভা কক্ষে দলীয় সাংগঠনিক বৈঠক করলেন। দলীয় সূত্রে খবর, বিভিন্ন কারণে এতদিন পর্যন্ত দলীয় বৈঠক হয়নি এই অঞ্চলে। অন্যদিকে দলীয় সভাপতিকে সংবর্ধনা জানাতে চাইছিল জেলা নেতৃত্ব।

সব মিলিয়ে এ দিনের বৈঠকে পারস্পরিক দূরত্ব বজায় রেখে খুব কম সময়ের জন্য একত্রিত হয়েছিলেন জেলার প্রত্যেক বিধায়ক, পূর্ণাঙ্গ জেলা কমিটি এবং গণসংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা। এই বৈঠকের পরে নদীয়া জেলার নতুন সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিক বৈঠকে জানান, যেভাবে করিমপুর বিধানসভায় দলীয় কর্মীদের গুরুত্ব দেওয়ার ফলে জয় এসেছে উপনির্বাচনে, ঠিক সেভাবেই নদীয়ার 17 টি বিধানসভা আসনে জয় আনতে তৃণমূল কর্মীদের গুরুত্ব দিয়ে এগিয়ে দেওয়া হবে লড়াইতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নজর এবার রানাঘাট ও কল্যাণী মহকুমার হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করা। এ দিনের বৈঠকে মহুয়া মৈত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলার দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং রত্না ঘোষ। এছাড়াও নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, সহকারি সভাধিপতি দীপক বসু সহ আরো অনেকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নদীয়া জেলা সভাপতি মহুয়া মৈত্রের নেতৃত্বে এদিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচন অন্যান্য বারের তুলনায় যথেষ্ট গুরুত্বপূর্ণ তৃণমূল শিবিরের কাছে।

কারণ এবারের লড়াইতে শক্তিশালী প্রতিযোগী হিসেবে গেরুয়া শিবির মাথা তুলেছে। আর তাই তৃণমূল শিবির রাজনৈতিক জমি দখলে রাখতে উঠে পড়ে লেগেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে মহুয়া মৈত্রর ঘাড়েও এবার বড় দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত দেখার, নদীয়া জেলার সভাপতি হওয়ার পর মহুয়া মৈত্র কি করিমপুর ধাঁচেই নদীয়া জেলা জুড়ে তৃণমূলের জয়নিশান ওড়াতে পারবেন একুশের বিধানসভা নির্বাচনে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!