এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > উপনির্বাচনের ভোটগণনা LIVE: করিমপুর – চতুর্থ রাউন্ডের শেষে

উপনির্বাচনের ভোটগণনা LIVE: করিমপুর – চতুর্থ রাউন্ডের শেষে


তৃণমূল কংগ্রেস বিধায়ক মহুয়া মৈত্র সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন হচ্ছে।

রাজনৈতিক মানচিত্র –
করিমপুর ১ নম্বর ব্লক ও করিমপুর ২ নম্বর ব্লকের ঢোড়াদহ ১ নম্বর, ঢোড়াদহ ২ নম্বর, মুরুটিয়া, নাটিডাঙা ১ নম্বর, নাটিডাঙা ২ নম্বর ও রহমতপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা।
বুথ সংখ্যা – ২৬১
পুরুষ ভোটার – ১,২৩,৮৮৮
মহিলা ভোটার – ১,১৬,৩৮৪
তৃতীয় লিঙ্গ – ৬
মোট ভোটার – ২,৪০,২৭৮

এই কেন্দ্রের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষরা –
তৃণমূল – বিমলেন্দু সিংহ রায়
বিজেপি – জয়প্রকাশ মজুমদার
বামফ্রন্ট – গোলাম রাব্বি (কংগ্রেস সমর্থিত)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটগণনা –
মোট প্রদত্ত ভোট – ৮৫.০৩%
মোট ১৭ টি টেবিলে ১৪ রাউন্ড গণনা হবে
ভোট গণনা শুরু সকাল ৮ টায়
মোট ৫ টি ভিভিপ্যাট মেলানো হবে
প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে
গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা
প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশ
দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা
এখানেই একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক গণনাকর্মীদের সচিত্র পরিচয় পত্র পরীক্ষা করবেন
এর নীচেই থাকবে মিডিয়া সেন্টার
তৃতীয় স্তরে গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী
রাজনৈতিক দলগুলির শিবির ২০০ মিটারের বাইরে
গণনাকর্মী এবং এজেন্ট ছাড়া কোনও ব্যাক্তি গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না

প্রথম রাউন্ডের শেষে – তৃণমূল বিজেপি প্রার্থীর এগিয়ে ৪,৬৪৩ ভোটে এগিয়ে

দ্বিতীয় রাউন্ডের শেষে – তৃণমূল বিজেপি প্রার্থীর এগিয়ে ১৪,৯২২ ভোটে এগিয়ে

তৃতীয় রাউন্ডের শেষে – তৃণমূল বিজেপি প্রার্থীর এগিয়ে ২৩,৫৮৬ ভোটে এগিয়ে

চতুর্থ রাউন্ডের শেষে – তৃণমূল বিজেপি প্রার্থীর এগিয়ে ২৭,৭৫১ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!