এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করিমপুরে পদ্ম ফোটাতে এখন থেকেই আসরে নেমে পড়লেন কৈলাশ-মুকুলরা – জানুন বিস্তারিত

করিমপুরে পদ্ম ফোটাতে এখন থেকেই আসরে নেমে পড়লেন কৈলাশ-মুকুলরা – জানুন বিস্তারিত


গত লোকসভা নির্বাচনে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে বাংলায় বিজেপির সাফল্য ছিল চোখে পড়ার মতো। যেখানে তিন বছর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির জামানত জব্দ হয়ে গেছিল, সেখানে লোকসভা নির্বাচনে বিজেপির ভোট 40.30 শতাংশ বেড়ে গেছে। পাঁচ বছরে তাঁদের আসন সংখ্যা দুই থেকে বেড়েছে 18। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট আসন 42। এর মধ্যে মাত্র 22 টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। তবে গত লোকসভা ভোটে বিজেপির দুর্বলতম জায়গা ছিল  করিমপুর। এবার সেই করিমপুরের উপনির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপি তাঁর নির্বাচনী প্রচার শুরু করল।

যদিও করিমপুর বিধানসভায় এখনো উপ নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। কিন্তু বিজেপির দলীয় কর্মসূচি গান্ধী সংকল্প যাত্রাকে সামনে রেখে করিমপুরে উপনির্বাচনের প্রচার শুরু করে দিল বিজেপি। এদিন মহিষবাথান বাজার এলাকায় এক জনসভায় এনআরসি নিয়ে বক্তব্য রাখলেন বিজেপি নেতারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এদিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এনআরসি হবেই। তবে তিনি এই আশ্বাসও দিয়েছেন, এনআরসি হলে হিন্দুদের আশঙ্কার কোন কারণ নেই। কারণ কোন হিন্দুকে দেশের বাইরে যেতে হবে না।

পুজোর ঠিক আগে পশ্চিমবঙ্গে পা দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এক সভা থেকে অমিত শাহ বলেছিলেন, বাংলায় এনআরসি হবেই। কোনো অনুপ্রবেশকারীকে বাংলায় থাকতে দেওয়া হবে না। তবে তিনি এও বলেছিলেন কোন শরণার্থীকেও এই দেশ ছাড়তে হবে না। তবে এনআরসির জন্য প্রথমেই নাগরিকত্ব সংশোধনী বিল চালু করতে চায় বিজেপি। অমিত শাহের সুরেই এদিন এনআরসির পক্ষে বললেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়রা।

এদিন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন। রাজ্য সরকারকে আক্রমণ করে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে কিন্তু সরকারের কোন হেলদোল নেই।’ অন্য ধারে অরবিন্দ মেনন বলেন, ‘নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বচ্ছ ভারত তৈরীর যে ডাক দেওয়া হয়েছে, সেটা আমরা সফল করব।’ এদিন অরবিন্দ মেনন আরো জানিয়েছেন, গান্ধীজীর সম্মানকে পুনঃপ্রতিষ্ঠা করতেই বিজেপি সংকল্প যাত্রা শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিজেপির সভায় করিমপুর উপনির্বাচনের প্রসঙ্গ ওঠে। দলের জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় জানিয়েছেন, খুব শীঘ্রই নির্বাচন কমিশন করিমপুরের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। মুকুল রায় এদিন আরও জানিয়েছেন, রেলমন্ত্রী থাকাকালীন তিনি কৃষ্ণনগর বহরমপুর ভায়া করিমপুর রেলপথ নিয়ে রেল বাজেটে অর্থ বরাদ্ধ করেছিলেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে করিমপুরের মানুষদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানান মুকুল রায়। এদিনের সভায় ছিলেন বিজেপি নেতা কল্যান চৌবে।

উল্লেখ্য, এনআরসি নিয়ে প্রথম থেকেই বিজেপি সরকার দাবি জানিয়েছে। এনআরসির প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল আসামে। এনআরসির ফলে সেখানে 19 লক্ষ মানুষের নাম বাদ যায়। আর তার মধ্যে 11 লক্ষ হিন্দুর নাম আছে বলে দাবি করা হয়। আসামের এনআরসি ফলাফল দেখে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নানান গুজব তৈরি হয়। তার সাথে বেড়ে চলে আত্মহত্যার ঘটনা। তবে এদিন করিমপুরে এসে বিজেপি নেতাদের এনআরসি নিয়ে বক্তব্য করিমপুরে কি প্রভাব ফেলবে, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!