এখন পড়ছেন
হোম > রাজনীতি > কর্মসংস্কৃতি ফেরাতে কঠোরতম নিদান মুখ্যমন্ত্রীর! রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে নির্দেশিকা

কর্মসংস্কৃতি ফেরাতে কঠোরতম নিদান মুখ্যমন্ত্রীর! রাজ্য সরকারি কর্মীদের জন্য আসছে নির্দেশিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একজন দক্ষ প্রশাসক হিসেবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যথেষ্টভাবেই পরিচিত আছেন। সরকারের বিভিন্ন বিভাগে কর্মদক্ষতা বাড়াতে বিভিন্ন সময়ে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করতে তিনি পিছপা হননি। উত্তর প্রদেশের পুলিশ বাহিনীর মধ্যে তিনি যথেষ্ট প্রাণ সঞ্চার করেছেন। উত্তরপ্রদেশের পুলিশ বাহিনী তাঁর সময়ে অনেক বেশি অ্যাক্টিভ, যা বিভিন্ন মহল থেকে বলা হয়েছে। উত্তরপ্রদেশের কর্মসংস্কৃতি ফেরাতে উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি নতুন নির্দেশিকা জারি করলেন। নতুন এই নিয়ম সমস্ত সরকারি অফিসারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

রাজ্য সরকারের নয়া নির্দেশিকাতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের যেকোনো সরকারি অফিসারকে যেকোন ভাবেই সকাল সাড়ে নয়টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে। সঠিক সময়তে তিনি অফিসে আসছেন কিনা? সে ব্যাপারে নজরদারি করবে সেই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ব্যাপারে নজরদারির ভার বর্তাবে স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ সকল প্রধান কর্মকর্তাদের অফিসারদের উপরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অফিসে যেমন নির্দিষ্ট সময়ে প্রবেশ করতে হবে, তেমনি নতুন নির্দেশিকা বলা হচ্ছে উপযুক্ত কারণ ছাড়া কোন সরকারি অফিসার বা কোনো সাধারণ সরকারি কর্মচারী অফিসস্থল থেকে বাইরে বের হতে পারবেন না। সরকারি কর্মীদের কাজের প্রতি নজর রাখবেন উত্তর প্রদেশের প্রধান সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, অর্ধ্যক্ষ্য সচিব প্রমুখরা।

অফিসে প্রবেশ- প্রস্থানের সঙ্গে সঙ্গে অফিসের কাজের ব্যাপারে বেশ কিছু পরিবর্তন আনা হলো এই নয়া ফরমানে। উত্তর প্রদেশ রাজ্যের সমস্ত জেলার সাধারণ মানুষের সমস্যা, সরকারি পরিষেবা সম্পর্কিত তাঁদের বিভিন্ন অভিযোগ এখন থেকে অফিসাররা শুনবেন প্রতিদিন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত। তবে, শুধু অভিযোগ শোনাই নয়, সমস্যার সমাধানের জন্যও সচেষ্ট হতে হবে।

রাজ্যের কর্মসংস্কৃতি ফেরাতে, সরকারি ক্ষেত্রকে কর্মচঞ্চল করে তুলতে মুখ্যমন্ত্রীর এই অভিনব পদক্ষেপ। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্র মুখ্য সচিব অবনীশ অবস্থী জানিয়েছেন, ” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মান্য করেই এই নতুন অভিযান চালানো হচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!