এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভোটের আগে কর্মসংস্থানের ঘোষণা আসলে যুবসমাজের সঙ্গে প্রতারণা? একযোগে মমতার চাপ বাড়াল বাম-কং

ভোটের আগে কর্মসংস্থানের ঘোষণা আসলে যুবসমাজের সঙ্গে প্রতারণা? একযোগে মমতার চাপ বাড়াল বাম-কং


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যে বিপুল কর্মসংস্থানের কথা বলতে শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তথ্যপ্রযুক্তি শিল্প থেকে শুরু করে কুটির শিল্প সবেতেই কর্মসংস্থানের কথা শোনাতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান তিনি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কর্মসংস্থানের জন্য আজ ২০টি তথ্য প্রযুক্তি সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে কয়েক হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে।’’ আর সেখানেই কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করতে দেখা হয়েছে কংগ্রেস ও বামেদের।

যদিও এই ঘটনা নতুন নয়। এর আগে রাজ্য আম্পান থেকে শুরু করে করোনা পরিস্থিতিতে কেন্দ্রের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এমনই অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এরই সঙ্গে অন্যদিকে, সেখানে বিজেপি দাবি করেছিল যে, এর আগে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে বিজনেস সামিট করেও মুখ্যমন্ত্রী রাজ্যে কোনও শিল্প আনতে পারেননি।

তাই মুখ্যমন্ত্রী যে কর্মসংস্থানের কথাই বলুন না কেন তা-ও মিথ্যা প্রতিশ্রুতি বলেই দাবি করেছিলেন বিরোধীরা। এরই মধ্যে, সোমবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে জানান যে, ২০১৯ বিজনেস সামিটের বিজ্ঞাপনে ২,৮৪,২৮৮ কোটির বিনিয়োগ এসেছিল বলে দাবি করেছিল রাজ্য সরকার। অথচ ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যের মোট বাজেট ব্যয় ২,৫৫,৬৭৭ কোটি টাকার থেকেও কম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরই মধ্যে ভোট আসতেই রাজ্য ফের যুবকদের সঙ্গে প্রতারণা করছে বলে এরই সঙ্গে আবারও অভিযোগ করতে দেখা গেল কংগ্রেস বামেদের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, কিছুদিন পরে মুখ্যমন্ত্রীর চাকরি থাকবে না। শুধু তাই নয়, রাজ্য ও কেন্দ্র বেকারদের চাকরি নিয়ে মিথ্যার প্রতিযোগিতা করছে বলেও এদিন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সেইসঙ্গে গত বছর মুখ্যমন্ত্রী ৩৫ লক্ষ চাকরি হয়েছে বলে যে দাবি করেছিলেন, তা কোথায় হয়েছে সেই প্রশ্নও তুলতে দেখা গেছে তাঁকে। তাঁর অভিযোগ ভোটের আগে মুখ্যমন্ত্রী বেকার যুবকদের সঙ্গে মিথ্যার বেসাতি করছেন। সেইসঙ্গে বেকারত্বের জ্বালার ঘায়ে নুন না ছেটানোর আবেদনও জানাতে দেখা গেছে তাঁকে।

অন্যদিকে, প্রকল্পের নামে কোটি কোটি টাকা শাসকদল তছরুপ করছে বলে অভিযোগ করতে দেখা গেছে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে। সেইসঙ্গে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে শাসকদলের কর্মীদের লুটের ব্যবস্থা করে দিচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, জনগণেরর টাকায় পার্টির প্রচার হচ্ছে।

এদিন তিনি বলেন, সরকারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই পঞ্চায়েত বা পুরসভা। তাই পঞ্চায়েত ও পুরসভা কাজ না করলে তা সরকার কাজ করেনি বলেই দাবি করেন তিনি। তাঁর কথায়, রাজ্যের বেকারদের সঙ্গে সরকার খেলা করছে। আর এই বেকাররাই ভবিষ্যতে তৃণমূল সরকারকে তাদের জায়গা বুঝিয়ে দেবে বলেই দাবি করতে দেখা গেছে সুজন চক্রবর্তীকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!