এখন পড়ছেন
হোম > জাতীয় > শপথের আগেই কর্নাটকে কাটল বড় জট, আজ শপথ নিছকই পুরো মন্ত্রীসভা

শপথের আগেই কর্নাটকে কাটল বড় জট, আজ শপথ নিছকই পুরো মন্ত্রীসভা


মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগেই গত সোমবার দিল্লী সফর করলেন কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সরকার গঠন নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সাথে এক দফা বৈঠক করলেন তিনি। সূত্রের খবর অনুসারে কংগ্রেস নেতৃত্ব কুমারস্বামীর কাছে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী পদ দাবি করেছিলেন । আর সেই দাবি মেনে নিয়েই কং-জেডি(এস) সরকারের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন জি পরমেশ্বর। বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন এইচ ডি কুমারস্বামী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই সাথে উপ মুখ্যমন্ত্রী পদে দলিত নেতা জি পরমেশ্বরা শপথ নেবেন এদিন। জানা গেছে এদিন শপথ গ্রহণের পরে কুমারস্বামী  মন্ত্রিসভার সদস্য ও তাঁদের মন্ত্রীত্ব নিয়ে বৈঠকে বসবেন। একই সাথে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কাদের নির্বাচইত করা হবে সেই বিষয়েও এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কুমারস্বামী সংবাদসংস্থা এএনআইকে এই প্রসঙ্গে বললেন, ”২৫ শে মে স্পিকার ও ডেপুটি স্পিকার ঠিক করা হবে। এছাড়া মন্ত্রিসভার গঠন করা হবে। মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন ওই দিনই করে দেওয়া হবে।” অবশ্য কংগ্রেসের পক্ষ থেকে থেকে কতজন মন্ত্রীসভায় আসন পাচ্ছেন সে বিষয়ে কিছু বললেন না তিনি। অন্যদিনে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি বাদে সকল রাজনৈতিক দল কে আমন্ত্রন করেছেন হবু মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!