এখন পড়ছেন
হোম > জাতীয় > নভেম্বরেই আবার ভোটযুদ্ধ কর্নাটকে, লোকসভার আগে কোমর বাঁধছে সবপক্ষই

নভেম্বরেই আবার ভোটযুদ্ধ কর্নাটকে, লোকসভার আগে কোমর বাঁধছে সবপক্ষই


মাত্র কিছুদিন আগেই দক্ষিণ ভারতের কর্নাটকে হয়ে গেল জমজমাট ভোটযুদ্ধ। যেখানে ‘ফার্স্ট বয়’ হয়েও ক্ষমতাসীন হতে পারে নি গেরুয়া শিবির। অন্যদিকে ‘থার্ড বয়’ হয়েও রাজনৈতিক সমীকরণে কংগ্রেসের সমর্থন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন জেডিএসের নেতা কুমারস্বামী। আর তারপর থেকেই তীব্র জল্পনা যে কোন মুহূর্তে সেই সরকার ফেলে দিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে মরিয়া গেরুয়া শিবির।

এই জল্পনাতে জল ঢালা তো দূরের কথা – গেরুয়া শিবিরের বহু হেভিওয়েট নেতার কথাতেই তার সুস্পষ্ট প্রমান মিলেছে। আর সেই জল্পনা-মুখর কর্নাটকে আবার হতে চলেছে নির্বাচন। না সেখানে সরকার পরে যায় নি বা বিধানসভা ভেঙে দেওয়া হয় নি – কিন্তু সেই বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এক সাথে ৩ টি লোকসভা ও ২ টি বিধানসভা আসনে হতে চলেছে উপনির্বাচন।

নির্বাচন কমিশনের প্রকাশিত নির্দেশিকা থেকে জানা যাচ্ছে – ৩ টি লোকসভা শিমোগা, বেলারি ও মান্ডিয়া এবং দুটি বিধানসভা রামনগর ও জামখণ্ডিতে এই উপনির্বাচন হবে। এর মধ্যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শিমোগা থেকে জেতেন বিজেপির বিএস ইয়েদুরাপ্পা ও বেলারই থেকে জেতেন বিজেপির বি শ্রীরামালু – দুজনেই বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য সাংসদ পদ থেকে ইস্তফা দেন। অন্যদিকে মান্ডিয়া থেকে জিতেছিলেন জেডিএসের সিএস পুট্টারাজু – কিন্তু তাঁকে রাজ্যে কুমারস্বামী মন্ত্রীসভায় স্থান দেওয়ায় তিনিও সাংসদ পদ থেকে ইস্তফা দেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে, জামখণ্ডি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক এসবি ন্যামগৌড় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারানোয় সেখানে উপনির্বাচন হতে চলেছে। এছাড়া গত বিধানসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়ী হন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। কিন্তু তিনি চান্নাপাত্না আসনটি নিজের রেখে দিয়ে রামনগর আসন থেকে পদত্যাগ করেন। ফলে সেখানেও উপনির্বাচন হতে চলেছে।

আসুন, একনজরে দেখে নেওয়া যাক কর্ণাটকের এই পাঁচ আসনের নির্বাচনের খুঁটিনাটি –
গেজেট নোটিফিকেশন প্রকাশ – ৯ ই অক্টোবর, মঙ্গলবার
মনোনয়ন জমা দেওয়ার শেষদিন – ১৬ ই অক্টোবর, মঙ্গলবার
মনোনয়ন স্ক্রুটিনি – ১৭ ই অক্টোবর, বুধবার
মনোনয়ন প্রত্যাহারের শেষদিন – ২০ শে অক্টোবর, শনিবার
ভোটগ্রহণ – ৩ রা নভেম্বর, শনিবার
ভোটগণনা – ৬ ই নভেম্বর, মঙ্গলবার

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!