এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট ফুটন্ত আগ্নেয়গিরির উপর, বুঝিয়ে দিলেন শীর্ষ কংগ্রেস নেতা

কর্নাটকে জেডিএস-কংগ্রেস জোট ফুটন্ত আগ্নেয়গিরির উপর, বুঝিয়ে দিলেন শীর্ষ কংগ্রেস নেতা

কর্ণাটক বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পরে দেখা যাচ্ছে আসন প্রাপ্তির তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে কংগ্রেসের। মোট ৭৮ টি আসন পেয়েছে কংগ্রেস দল। তবে একক দল হিসেবে সরকার গঠনে অসমর্থ হওয়ার কারণে মুখ্যমন্ত্রী পদের বিনিময়ে জেডিএসকে জোটসঙ্গী করতে হয়েছে। কিন্তু জোট সরকারের শরিক দল হয়েও দুই দলের নেতাদের পারস্পরিক পছন্দ অপছন্দ এবার প্রকাশ্যে আসছে। কংগ্রেস দল এই জোট সরকার গঠন করলেও কাজ টা যে খুব একটা সহজ নয় অল্প দিনের মধ্যে সে কথা টের পাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার স্পষ্ট ভাষায় জানিয়েছেন কর্ণাটক সরকারের স্থায়ীত্ব নির্ভর করবে রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর কাজ কর্মের ওপরে। যা কিনা সচতুর ভাবেই জেডিএস দল কে সরকার পরিচালনার  একমাত্র নিরুপক হিসেবে ইঙ্গিত করলো। এদিন এক দক্ষিণী সংবাদমাধ্যমকে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বললেন,” দুই দলকে একসঙ্গে মিলে সরকার চালাতে হবে। যদি কুমারস্বামী ক্ষমতায় বসে সহযোগিতা না করে তাহলে হবে না। পাকা আম খেতে হলে সকলকে একসঙ্গে চলতে হবে।” শুধু তাই নয় একই সাথে এই কংগ্রেস নেতা কুমারস্বামীকে অহঙ্কারী বলেও অ্যাখ্যায়িত করেছেন। উল্লেখ্য বিগত বছর গুলিতে এই কংগ্রেস নেতার সাথে জেডিএস নেতা এইচডি কুমারস্বামী’র নানা বিষয়ে মতভেদ দেখা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই কারণেই এখন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার জেডিএস নেতার সম্পর্কে এহেন কথা বলছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!