এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে কি জোট সরকারের ইতি ঘটিয়ে বিজেপি আসছে ক্ষমতায়, অমিত শায়ের মন্তব্যে জল্পনা

কর্নাটকে কি জোট সরকারের ইতি ঘটিয়ে বিজেপি আসছে ক্ষমতায়, অমিত শায়ের মন্তব্যে জল্পনা


অনেক দিন ধরেই কর্নাটকের কংগ্রেস-জেডিএসের জোট সরকার নিয়ে প্রবল জল্পনা চলছিল। বিজেপিকে রুখতে এই দুই রাজনৈতিক দল জোট করে সরকার গড়লেও মাঝেমধ্যেই তাদের বিবাদ প্রকাশ এসেছে। আর তার জেরেই কতদিন এই জোট সরকার কর্নাটকে টিকবে, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছিল।

আর এহেন একটা পরিস্থিতিতে সেই শাসকদলের পক্ষ থেকে প্রায় 12 জন বিধায়ক ইস্তফা দেওয়ার এখন সেই জোট সরকারের ভবিষ্যৎ নিয়েই উঠতে শুরু করল প্রশ্ন। আর জোট সরকারের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এখন নিজেদের সংগঠনের শ্রী বৃদ্ধি করতে শুরু করেছে গেরুয়া শিবির।

জানা গেছে, তেলেঙ্গানায় প্রায় 18 লক্ষ সদস্য সংখ্যা বৃদ্ধি করার টার্গেট নিয়েছে তারা। এদিন কর্নাটকের জোট সরকারের এই অবস্থা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, “কংগ্রেসের চিরাচরিত পরিবারতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শ, নির্দিষ্ট ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরযোগ্যতাই তাদের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ দ্বারা পরিচালিত হয়। সেই কারণেই মানুষের মধ্যে বিজেপি সম্পর্কে বিশ্বাসযোগ্যতা বেড়েছে এবং আমরা এবারে ভালো ফল করেছি।

” সব মিলিয়ে কর্নাটাকের দোদুল্যমান পরিস্থিতিতে এখন ঠিক কোন পথে এগোয় সেখানকার রাজনীতি, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!