এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন – লাইভ আপডেট সকাল ৮:৪৫ টা – ক্রমশ এগোচ্ছে বিজেপি

কর্ণাটক বিধানসভা নির্বাচন – লাইভ আপডেট সকাল ৮:৪৫ টা – ক্রমশ এগোচ্ছে বিজেপি


দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে শুরু হয়েছে ভোটগণনা। গত ১২ মে হয় এই রাজ্য ভোটগ্রহণ। নির্বাচনের পর বিভিন্ন সমীক্ষায় দেখা যায় এই রাজ্যে ফলাফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা। ২২৫ আসন বিশিষ্ট এই বিধানসভায় ১ টি আসন রাজ্যপাল মনোনীত। আর নির্বাচন হয় নি ২ টি আসনে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১৩ টি আসন পেতে হবে। এখানে লড়াই মূলত হচ্ছে সিদ্দারামাইয়ার নেতৃত্ত্বাধীন কংগ্রেস, ইয়েদুরাপ্পার নেতৃত্ত্বাধীন বিজেপি ও কুমারস্বামীর নেতৃত্ত্বাধীন জেডিএসের মধ্যে।

আপাতত পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে। সকাল ৮:৪৫ টা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী কর্ণাটক বিধানসভার চিত্র –

মোট আসন – ২২৫
আজ ঘোষিত হবে – ২২২
এখনো পর্যন্ত ঘোষিত (এগিয়ে বা জয়ী) – ১৬৯
বিজেপি – ৭৮
কংগ্রেস – ৬৭
জেডিএস – ২৪
অন্যান্য – ০

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!