এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার স্বপ্নের কর্নাটকের জোট কি আগলে রাখতে পারবেন কুমারস্বামী? জোর জল্পনা

মমতার স্বপ্নের কর্নাটকের জোট কি আগলে রাখতে পারবেন কুমারস্বামী? জোর জল্পনা


লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধিতায় সমস্ত রাজ্যের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোকে নিয়ে বৃহত্তর মহাজোট করার কথা বলেছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনে তার সেই মহাজোটের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে।

ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় এসেছে কিন্তু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে নিজের অলআউট এটাকে অবতীর্ণ থাকতে দেখা গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিরোধী মহাজোটের এই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কর্নাটকে কংগ্রেস জেডিএসের সরকার গড়া দেখেই আশ্বস্ত হয়েছিলেন।

তবে এবার সেই কর্নাটকে কংগ্রেস এবং জেডিএস জোট সরকারের বিধায়করা যেভাবে ইস্তফা দিতে শুরু করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাজোটের স্বপ্ন ফের আরও একবার বড়সড় ধাক্কা খেতে চলেছে বলে দাবি করছে বিশেষজ্ঞরা। জানা গেছে, সরকার টিকিয়ে রাখতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী মরিয়া চেষ্টা চালালেও, শেষ পর্যন্ত তার এই চেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু একা কুমারস্বামীর পক্ষে যে অতটা এই ভাঙ্গন রোধ করা সম্ভব নয় সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল। কেননা এবারে 2019 এর লোকসভা নির্বাচনে মোদি ঝড়ে প্রায় সমস্ত রাজ্যেই যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল, তাদের কার্যত অস্তিত্ব বিপন্ন হয়েছে।

বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে বিজেপির ছাতার তলায় আসতে শুরু করেছেন হেভিওয়েট রাজনীতিবিদরা। শুধু তাই নয়, বাংলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতায় তার সুর‌ চড়ালেও এখন তার দল যেভাবে বাংলায় ভাঙতে শুরু করেছে, তাতে ঘাসফুল শিবিরও খুব একটা চিন্তার বাইরে নেই।

বিভিন্ন বিধানসভার বিধায়ক, বিভিন্ন পৌরসভা, জেলা পরিষদে গেরুয়া রঙের ছোঁয়া লেগেছে। ফলে চিন্তায় রয়েছে তৃণমূল। আর এই পরিস্থিতিতে পড়শি রাজ্য কর্নাটকে প্রথমে বিরোধী মহাজোট সরকার গড়লেও এবার সেইখানেও যেভাবে ভাঙ্গন ধরেছে, তা কি আদৌ রুখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত বিজেপি বিরোধী নেতা নেত্রীরা! তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে এবার কর্নাটকে কি হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!