এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে কি মুখ্যমন্ত্রীর পদ ভাগ হতে চলেছে, জল্পনা তুঙ্গে

কর্নাটকে কি মুখ্যমন্ত্রীর পদ ভাগ হতে চলেছে, জল্পনা তুঙ্গে


কুমারস্বামী আগেই জানিয়েছিলেন যে পুরো সময়ের জন্য মুখ্যমন্ত্রী তিনিই থাকবেন কিন্তু এদিন জল্পনা বাড়ালেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ও রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর।তিনি জানান যে বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কংগ্রেস বার বার বলেছে যে কর্নাটকে সুশাসনের উদ্দেশ্যে একসাথে জোট বেঁধে সরকার গড়েছে জেডি(এস) এবং কংগ্রেস। যতই তা মুখে বলুন না কেন সব ঠিক আছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দুই দলই বিজেপিকে আটকে আস্থাভোটে জিততে মরিয়া। হাইকমান্ড যায় বলুক না কেন মুখ্যমন্ত্রী পদ নিয়ে যে দু’দলের মধ্যে টানাপোড়েন রয়েছে তা আপাতত স্পষ্ট। জেডি(এস) আগেই জানিয়েছিল যে কুমারস্বামীই পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী থাকবেন, এই পদ নিয়ে কোনও রকম ভাগাভাগি হবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবার পরে পরমেশ্বর কথায় জোটে যে অশান্তি ভেতরে ভেতরে চলছে তা প্রকাশ্যেই চলে এলো বলেই রাজনৈতিকমহলের ধারণা।প্রশ্ন উঠেছে তবে কি তিরিশ মাস করে মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি করে নেবে জেডি(এস) এবং কংগ্রেস? এই নিয়ে সারাসাটি না না বলে বিষয়টিকে জল্পনা বাড়িয়ে সাংবাদিকদের সামনে ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়নি’ বলে জল্পনা বাড়িয়েছেন পরমেশ্বর। সাথে পুরো সময়ের জন্য কুমারস্বামীর মুখ্যমন্ত্রী থাকা নিয়েও যে জোটের মধ্যে আলোচনা হয়নি, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। পরমেশ্বরের কথায়, পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!