এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটকের ভাগ্য দাঁড়িয়ে এখন ৬ টি বিধানসভার উপর, কি হবে শেষ ফলাফল?

কর্ণাটকের ভাগ্য দাঁড়িয়ে এখন ৬ টি বিধানসভার উপর, কি হবে শেষ ফলাফল?


ইভিএম খুলতেই কর্নাটকে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বদলাচ্ছে সমীকরণ। এখনো পর্যন্ত ১০৬ টি আসন জিতে ও এগিয়ে থেকে কর্ণাটকের বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১১২ টি আসন। যা ছুটে বিজেপির দরকার এখনো ৬ টি আসন। অন্যদিকে, কংগ্রেস ও জেডিএস বিজেপির থেকে অনেক পিছনে থাকলেও তাদের মিলিত আসন সংখ্যা পৌঁছে যাচ্ছে ১১৪ তে, যার ফলে জেডিএস ও কংগ্রেস মিলে জোট সরকার গড়তে পারে কর্নাটকে।

এই অবস্থায় স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ৬ টি আসনের উপর সম্পূর্ণ নির্ভর করে আছে কর্ণাটকের ভাগ্য। এই ৬ টি আসনের দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের পার্থক্য মাত্র ৯০ থেকে ৮৪৬, যা একটি বিধানসভার ক্ষেত্রে নগন্য। ফলে যে কোনো মুহূর্তে ফলাফল হতে পারে অন্যরকম। এই ছটি আসনের মধ্যে বিজেপি আলন্দ ও দেবর কেন্দ্রে এগিয়ে আছে। অন্যদিকে হেব্বাল সহ ৪ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। সুতরাং এই ৬ টি আসনের ফলাফলই বলে দেবে কর্নাটকে শেষ হাসি হাসবে কে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!