এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটকের ফলাফল লাইভ – কি হল শেষ ফলাফল? শেষ হাসি হাসল কে?

কর্ণাটকের ফলাফল লাইভ – কি হল শেষ ফলাফল? শেষ হাসি হাসল কে?


দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে শুরু হয়েছে ভোটগণনা। গত ১২ মে হয় এই রাজ্য ভোটগ্রহণ। নির্বাচনের পর বিভিন্ন সমীক্ষায় দেখা যায় এই রাজ্যে ফলাফল ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা। ২২৫ আসন বিশিষ্ট এই বিধানসভায় ১ টি আসন রাজ্যপাল মনোনীত। আর নির্বাচন হয় নি ২ টি আসনে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১১২ টি আসন পেতে হবে। এখানে লড়াই মূলত হচ্ছে সিদ্দারামাইয়ার নেতৃত্ত্বাধীন কংগ্রেস, ইয়েদুরাপ্পার নেতৃত্ত্বাধীন বিজেপি ও কুমারস্বামীর নেতৃত্ত্বাধীন জেডিএসের মধ্যে।

কর্ণাটক বিধানসভার গণনা শেষ, শেষ পাওয়া খবর অনুযায়ী ১০৪ টি আসনে জিতে একক বৃহত্তম দল হল বিজেপি, কিন্তু তা সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮ টি কম। অন্যদিকে ৭৮ টি আসন জিতে দ্বিতীয়স্থানে শেষ করল কংগ্রেস, ৩৭ টি আসন জিতে তৃতীয়স্থানে জেডিএস এবং অন্যান্যদের ঝুলিতে ৩ টি আসন গেল। ফলে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পেল না। কিন্তু কংগ্রেস জানিয়ে দিয়েছে কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে জেডিএসকে তারা সমর্থন জানাবে কর্ণাটকের ত্রিশঙ্কু অবস্থা কাটাতে। জেডিএসের তরফেও কংগ্রেসের এই সমর্থন স্বীকার করা হয়েছে। ফলে মনে করা হচ্ছে জেডিএস-কংগ্রেস জোট সরকার আসতে চলেছে কর্নাটকে। শেষ খবর অনুযায়ী কর্ণাটক বিধানসভার চিত্র –

মোট আসন – ২২৫
আজ ঘোষিত হল – ২২২
বিজেপি – ১০৪
কংগ্রেস – ৭৮
জেডিএস – ৩৭
বিএসপি – ১
কেপিজেপি – ১
নির্দল – ১

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!