এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে পট পরিবর্তন? একনজরে লাইভ আপডেট – দুপুর ১:০০ টা

কর্নাটকে পট পরিবর্তন? একনজরে লাইভ আপডেট – দুপুর ১:০০ টা


টালমাটাল দক্ষিণ ভারতের কর্ণাটকের রাজনীতি। অনেক ঢাকঢোল পিটিয়ে বিজেপিকে আটকাতে জেডিএস-কংগ্রেসের জোট সরকার হলেও, আপাতত রাজনৈতিক চালে – পতনের মুখে কুমারস্বামী সরকার। কি হবে শেষপর্যন্ত কর্নাটকে? কে চালাবে সরকার? ফয়সালা কি আজই? প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে চোখ রাখুন প্রিয় বন্ধুর পেজে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

# কর্ণাটক বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পা দাবি করেছেন, কুমারস্বামী সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই। অবিলম্বে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী এবং শক্তি পরীক্ষার মুখোমুখি হন

# আজ যদি কর্ণাটক বিধানসভায় শক্তি পরীক্ষা হয়, তবে কুমারস্বামীকে যে কোনো শর্তে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। যদি বিদ্রোহী বিধায়কদের কয়েকজন তাঁর সাথ দেয় তাহলেই বাঁচবে তাঁর সরকার। কিন্তু যদি তা না ঘটে তবে সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না, যা হাসি চওড়া করবে বিজেপি শিবিরের

# বিধানসভায় আজই শক্তি পরীক্ষা হতে চলেছে ধরে নিয়ে বিজেপি নিজেদের সমস্ত বিধায়কদের নিয়ে বিধানসভায় হাজির

# চাপ বাড়িয়ে বিজেপি বিধায়ক সুরেশ কুমার দাবি করলেন, আমাদের সঙ্গে ১০৫ জন বিধায়ক আছেন। মুখ্যমন্ত্রী কুমারস্বামী আগে তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমান করুন, তারপর অন্য কাজ করবেন

# কর্ণাটক বিধানসভার স্পিকার জানিয়ে দিলেন আজই কুমারস্বামী সরকারকে নিজেদের শক্তিপরীক্ষা দিতে হবে

# সূত্রের খবর, আজ বিধানসভায় শক্তি পরীক্ষা হলে কংগ্রেসের ১৪ জন বিদ্রোহী বিধায়ক তাতে অংশ গ্রহণ করবেন না, তাঁরা আপাতত মুম্বইয়েই আছেন

# মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে থাকা কংগ্রেসের ১৪ বিধায়কের দাবি, তাঁদের আবারো ‘হুমকি’ দেওয়া হয়েছে, এই নিয়ে গত পাঁচ দিনে দ্বিতীয়বার

# বিদ্রোহী বিধায়করা জানিয়ে দিলেন, তাঁরা একসাথেই আছেন – শক্তিপরীক্ষার সময় বিধানসভায় উপস্থিত হওয়ার কোনো প্রশ্নই নেই

# বিধানসভায় শক্তিপরীক্ষা হতে চলেছে ধরে নিয়ে কংগ্রেস বিধায়কদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন কুমারস্বামী

# ১৪ জন বিদ্রোহী বিধায়ক বিধানসভায় না এলেও, আসবেন অপর বিদ্রোহী বিধায়ক রামালিঙ্গ রেড্ডি, যা সরকারের পক্ষে কিছুটা স্বস্তিদায়ক

# বিধানসভায় পৌঁছালেন বিজেপি নেতা ইয়েদুরাপ্পা, পৌঁছালেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াও

# বিধানসভায় পৌঁছেই ইয়েদুরাপ্পার দাবি সরকার শক্তি পরীক্ষায় ব্যর্থ হবে, কেননা আমাদের কাছে ১০৫ জন বিধায়ক আছে আর সরকার পক্ষের বিধায়ক সংখ্যা ১০০-এর কম

# কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী পৌঁছালেন বিধানসভায়

# কর্ণাটকের সরকারের শক্তিপরীক্ষা নিয়ে আলোচনা শুরু হল বিধানসভায়

# কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী জানালেন, আমি আমার সরকারের দিকে আঙ্গুল উঠেছে বলে এখানে আসি নি, আমি এসেছি কেননা স্পিকারের ভূমিকাকেই বিপদে ফেলার চেষ্টা চলছে

# আরও চাপে জোট সরকার – বিধানসভায় এসে পৌঁছাননি জোটসঙ্গী বিএসপির একমাত্র বিধায়ক এন মহেশ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!