এখন পড়ছেন
হোম > রাজ্য > জেনে নিন কি হলো কর্নাটকে আস্থা ভোটে? শেষ হাসি হাসলো কে?

জেনে নিন কি হলো কর্নাটকে আস্থা ভোটে? শেষ হাসি হাসলো কে?


শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল। কর্নাটকে কুমারস্বামী সরকারের যবনিকা পতন। কর্নাটকে সরকার টিকিয়ে রাখতে পারলেন না এইচডি কুমারস্বামী।

১৪ মাসেই শেষ হল কংগ্রেস-জেডিএস জোট সরকারের। বিধানসভায় আস্থাভোটে হারলেন কুমারস্বামী। মঙ্গলবার উপস্থিত ২০৪ বিধায়কের মধ্যে জোট সরকারের পক্ষে ভোট গিয়েছে ৯৯টি। অন্যদিকে বিপক্ষে পড়েছে ১০৫টি ভোট। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে ব্যর্থ কুমারস্বামী। এরপর সরকার গড়ার দাবি জানাবে বিজেপি। ইয়েদুরাপ্পারা অনায়াসেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন বলেই দাবি পদ্ম শিবিরের। তাহলে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইয়েদুরাপ্পা।

জানা যাচ্ছে এদিন ১৬ জন বিদ্রোহী বিধায়ক অংশ নেননি আস্থা ভোটে। ১৬ জন বিদ্রোহী বিধায়কের মধ্যে কংগ্রেসের ১৩ জন বিধায়ক আর জেডিএসের তিন জন বিধায়ক ছিলেন। অন্যদিকে বিএসপি বিধায়কও অংশ নেননি আস্থা ভোটে। কাজেই আস্থাভোট হলে জোট সরকারের পতন ছিল অবশ্যম্ভাবী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!