এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে কি বিদায়ের পথে কর্নাটকের জোট সরকার! শেষ চেষ্টায় দুই পক্ষ

অবশেষে কি বিদায়ের পথে কর্নাটকের জোট সরকার! শেষ চেষ্টায় দুই পক্ষ


অবশেষে কি এবার কর্ণাটক থেকে বিদায় নিতে চলেছেন কুমারস্বামী সরকার! এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে জাতীয় রাজনীতিতে। বর্তমানে এই কংগ্রেস জেডিএস জোট সরকারের একের পর এক বিধায়ক এবং মন্ত্রীদের পদত্যাগে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে দেখা গেছে দুই নির্দল বিধায়ককেও।

আর এই পরিস্থিতিতে সেই কর্ণাটক বিধানসভার স্পিকারের পক্ষ থেকে বিধায়কদের ইস্তফা আটকানোর জন্য নানা কৌশলী পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাতেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

বস্তুত, গত বুধবারই কংগ্রেস বিধায়ক শিবকুমার দলীয় মন্ত্রীদের রাজি করিয়ে যাতে মন্ত্রিত্বে ফিরিয়ে আনা যায়, তার জন্য প্রবল চেষ্টা করেছিলেন। কিন্তু মুম্বইয়ে থাকা সেই কংগ্রেসের বিধায়করা কোনোক্রমেই ফিরতে রাজি হননি। উল্টে পুলিশের হাতে আটক হতে হয় সেই কংগ্রেস বিধায়ক শিবকুমারকে। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ইতিমধ্যেই কর্নাটকে এই জটিল পরিস্থিতির রেশ পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টেও। স্পিকার বিধায়কদের ইস্তফাপত্র মঞ্জুর না করায় সেই বিধায়করা যাতে দ্রুত স্পিকার তাদের ইস্তফা পত্র মঞ্জুর করেন, তার দাবি জানিয়েছে আদালতে। আর এতে আরও বিপাকে পড়েছে সেই কংগ্রেস-জেডিএস সরকার। ইতিমধ্যেই প্রচুর বিধায়ক ইস্তফা দেওয়ায় জোট সরকারের পক্ষে রয়েছেন মোট 102 জন।

অন্যদিকে এক নির্দল বিধায়ক মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তার শিবির বদল করায় বিজেপির পক্ষে সেই সংখ্যাটি হয়ে দাঁড়িয়েছে 106 জনে। আর এহেন একটা পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার কর্ণাটক বিধানসভার অধিবেশন শুরুর আগে আস্থা ভোট নিয়ে প্রবল চিন্তা বৃদ্ধি হতে শুরু করেছে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর।

জানা গেছে, ইতিমধ্যেই তিনি ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন। আর সেখানেই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিতে পারেন মুখ্যমন্ত্রী। আর যদি তা সত্যি হয়, তাহলে কর্নাটকে যে শাসকশিবিরের বড় পরিবর্তন আসতে চলেছে এবং তা যে বিজেপির পক্ষে অত্যন্ত সবুজ সংকেত, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে দীর্ঘ নাটকের যবনিকা পতনের পর ঠিক কি হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!