কর্ণাটক বিধানসভা নিয়ে বিভিন্ন সংস্থার করা জনমত সমীক্ষা একনজরে জাতীয় বিশেষ খবর April 15, 2018 ঘোষণা হয়ে গেছে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর তারপরেই গোটা দেশের নজর এখন এই রাজ্যে, কি হতে চলেছে আসন্ন নির্বাচনে? কংগ্রেসের হাত ধরে প্রত্যাবর্তন নাকি বিজেপির হাত ধরে পরিবর্তন – সেই উত্তর খুঁজতেই ব্যস্ত সবাই। এরমাঝেই একে একে সামনে এসেছে বিভিন্ন সংস্থার করা জনমত সমীক্ষা। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন সমীক্ষায় উঠে আসা কর্ণাটক বিধানসভা নির্বাচনের সাম্ভাব্য ফলাফল – পাবলিক টিভি – কংগ্রেস – ৯০-১০০ বিজেপি – ৮৫-৯৫ জেডিএস – ৪০-৪৫ টিভি৯ ও সি-ভোটার – কংগ্রেস – ১০২ বিজেপি – ৯৬ জেডিএস – ১৫ অন্যান্য – ১ সিএইচএস – কংগ্রেস – ৭৭-৮১ বিজেপি – ৭৩-৭৬ জেডিএস – ৬৪-৬৬ অন্যান্য – ৪-৫ ক্রিয়েটিভ সেন্টার ফর পলিটিকাল এন্ড সোশ্যাল স্টাডিস – কংগ্রেস – ১১৩ বিজেপি – ৮৫ জেডিএস – ২৫ অন্যান্য – ১ সি-ফোর্স – কংগ্রেস – ১২৬ বিজেপি – ৭০ জেডিএস – ২৭ আপনার মতামত জানান -