এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হতে চলেছে কর্নাটকে? কি বলছে ২০১৩ তে ১০০% মিলিয়ে দেওয়া সি-ফোর্সের সমীক্ষা?

কি হতে চলেছে কর্নাটকে? কি বলছে ২০১৩ তে ১০০% মিলিয়ে দেওয়া সি-ফোর্সের সমীক্ষা?


ত্রিপুরার নির্বাচন মিনিটে না মিটতেই এবার সারা দেশের নজর কর্নাটকে। কংগ্রেস শাসিত এই রাজ্য এবার জিতে নিতে মরিয়া বিজেপি, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কর্ণাটক নিয়ে ঝড় তুলতে শুরু করেছেন। এর মধ্যেই সামনে এল সি-ফোর্স নামে এক সংস্থার ওপিনিয়ন পোল। এই সংস্থা গত নির্বাচনে (২০১৩ সালে) কর্নাটকে জানিয়ে দিয়েছিল যে ১১৯-১২০ টি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস আর বাস্তবে ২২৪ আসনের বিধানসভায় ১২২ টি আসন নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। আর তাই এই সংস্থার সমীক্ষা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় রাজনৈতিক মহল।

একনজরে সি-ফোর্সের সমীক্ষা –
সমীক্ষার সময় – ১-২৫ শে মার্চ, ২০১৮
মোট নির্বাচনী কেন্দ্র, যেখানে সমীক্ষা করা হয়েছে – ১৫৪ টি (২২৪ এর মধ্যে)
মোট ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে – প্রায় সাড়ে ২২ হাজার

কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা হাতে পারে – ১২৬ টি
বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা হাতে পারে – ৭০ টি
জনতা দল সেকুলারের প্রাপ্ত আসন সংখ্যা হাতে পারে – ২৭ টি
অন্যান্যদের প্রাপ্ত আসন সংখ্যা হাতে পারে – ১ টি

কংগ্রেসের প্রাপ্ত ভোট হতে পারে – ৪৬%
বিজেপির প্রাপ্ত ভোট হতে পারে – ৩৩%
জনতা দল সেকুলারের প্রাপ্ত ভোট হতে পারে – ১৭%
অন্যান্যদের প্রাপ্ত ভোট হতে পারে – ৭%

অর্থাৎ সি-ফোর্সের সমীক্ষা অনুযায়ী কর্নাটকে এবার লড়াই হাড্ডাহাডিই হলেও গতবারের থেকে প্রায় ৯% ভোট ও আসনসংখ্যা বাড়িয়েই কংগ্রেস সরকারের প্রত্যাবর্তন হচ্ছে।

**এই সমীক্ষা সম্পূর্ণরূপে সি-ফোর্স সংস্থার করা, প্রিয়বন্ধু মিডিয়ার নিজস্ব নয়। তাই এই সমীক্ষার কোনো দায় প্রিয়বন্ধু মিডিয়ার নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!