এখন পড়ছেন
হোম > জাতীয় > কি হতে চলেছে কর্নাটকে? কে আসতে চলেছে ক্ষমতায়? কি বলছে সমীক্ষা?

কি হতে চলেছে কর্নাটকে? কে আসতে চলেছে ক্ষমতায়? কি বলছে সমীক্ষা?


সামনের মাসেই দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে হতে চলেছে বিধানসভার মহারণ। আর সেদিকেই এখন নজর সারা ভারতের। বর্তমান শাসকদল কংগ্রেস ক্ষমতায় ফিরবে নাকি বিরোধী বিজেপি পাশার চাল উল্টে দেবে সেই উত্তরের খোঁজেই ব্যস্ত সবাই। কর্ণাটক বিধানসভায় ২২৫ টি আসন, যার মধ্যে ২২৪ টি আসনে নির্বাচন হয়, বাকি আসনটিতে আসেন রাজ্যপাল মনোনীত প্রার্থী। এর মধ্যেই সামনে এল কর্ণাটক বিধানসভা নিয়ে ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটসের জনমত সমীক্ষা। একনজরে দেখে নেওয়া যাক কি আছে সেই সমীক্ষায় –

সমীক্ষা অনুযায়ী –
কংগ্রেস পেতে পারে ৯০-১১০ টি আসন
বিজেপি পেতে পারে ৭৮-৮৬ টি আসন
জেডিএস ও বহুজন সমাজ পার্টির জোট পেতে পারে ৩৪-৪৩ টি আসন

অর্থাৎ ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটসের জনমত সমীক্ষা অনুযায়ী কর্নাটকে এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই, বিধানসভা ত্রিশঙ্কু হওয়ার সমূহ সম্ভবনা।

ওই একই সমীক্ষার ভোট শতাংশ অনুযায়ী হিসাব এইরকম হতে পারে –
কংগ্রেস – ৩৭%
বিজেপি – ৩৫%
জেডিএস – ১৯%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!