এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন – কি বলছে সব সংস্থার চূড়ান্ত জনমত সমীক্ষা

কর্ণাটক বিধানসভা নির্বাচন – কি বলছে সব সংস্থার চূড়ান্ত জনমত সমীক্ষা


আর মাত্র মাঝে একদিন, আর তারপরেই দক্ষিণের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে বিধানসভা নির্বাচন। কি হবে দ্রাবিড়-ভূমিতে? সিদ্দারামাইয়ার হাত ধরে কংগ্রেস ক্ষমতা ধরে রাখবে নাকি ইয়েদুরাপ্পার হাত ধরে পদ্ম ফুটবে সেখানে – এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী মঙ্গলবার ইভিএম খুললে। ২২৫ আসনের কর্ণাটক বিধানসভায় নির্বাচন হবে ২২৪ টি আসনে, অপর আসনে রাজ্যপাল মনোনীত প্রার্থী আসবেন। কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ন্যূনতম ১১৩ টি আসনে জয়লাভ প্রয়োজন। তার আগে কর্ণাটক নিয়ে করা বিভিন্ন সংস্থার চূড়ান্ত জনমত সমীক্ষা একনজরে –

পাবলিক টিভি (কন্নড় সংবাদমাধ্যম) –
কংগ্রেস – ৮৯-৯৪
বিজেপি – ৮৬-৯১
জেডিএস – ৩৮-৪৩

ইন্ডিয়া টিভি –
কংগ্রেস – ৯৬
বিজেপি – ৮৫
জেডিএস – ৩৮
অন্যান্য – ৪

এবিপি-‌লোকনীতি –
কংগ্রেস – ৯৭
বিজেপি – ৮৪
জেডিএস – ৩৭
অন্যান্য – ৪

ইন্ডিয়া টুডে-‌কার্ভি ইনসাইটস –
কংগ্রেস – ৯০-১০১
বিজেপি – ৭৮-৮৬
জেডিএস – ৩৪-৪৩

টাইমস নাও-‌ভিএমআর –
কংগ্রেস – ৯১
বিজেপি – ৮৯
জেডিএস – ৪০

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!