এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক বিধানসভা নির্বাচন – চমকে দিল টিভি ৫-এর জনমত সমীক্ষা

কর্ণাটক বিধানসভা নির্বাচন – চমকে দিল টিভি ৫-এর জনমত সমীক্ষা


দক্ষিণের অন্যতম গুরুত্ত্বপূর্ন রাজ্য কর্নাটকে বিধানসভা নির্বাচন আসন্ন। দেশজুড়ে বিজেপি হাওয়ার বিপরীতে গিয়ে এখানে বহাল থাকবে কংগ্রেসের রাজ্যপাট নাকি ক্ষমতায় আসবে গেরুয়া শিবির সেই অঙ্ক কষতেই ব্যস্ত এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর মধ্যে বিভিন্ন সংস্থা তাদের সমীক্ষায় জানিয়েছে এবারের নির্বাচনে কর্নাটকে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও, বিধানসভা হতে চলেছে ত্রিশঙ্কু। কিন্তু গতকাল টিভি ৫ তাদের সমীক্ষা প্রকাশ করে চমকে দিল রাজনৈতিক মহলকে। একনজরে দেখে নেওয়া যাক, কি আছে সেই সমীক্ষায় –

১. ২২৫ আসনের বিধানসভায় কোন দল কোটি আসন পেতে চলেছে?
বিজেপি – ১১৫
কংগ্রেস – ৭০
জেডিএস – ৪০

২. মুখ্যমন্ত্রী পদে কাকে দেখতে চান?
ইয়েদুরাপ্পা – ৩৮.১১%
সিদ্ধারামাইয়া – ৩৭.০৩%
কুমারস্বামী – ১৮.৩৩%

৩. ভোট শতাংশের হিসাবে কে কত শতাংশ ভোট পেতে পারে?
বিজেপি – ৩৬-৩৮%
কংগ্রেস – ৩৩-৩৫%
জেডিএস – ২০-২২%
অন্যান্য – ৬-৮%

৪. মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধারামাইয়া কেমন কাজ করেছেন?
ভালো – ৫০.৭৩%
ভালো নয় – ৪৯.২৭%

৫. লিঙ্গায়েতদের আলাদা জাতিগোষ্ঠী হিসাবে উল্লেখ করা উচিত?
হ্যাঁ – ৬১.১১%
না – ৩৯.৮৯%

৬. ২০১৯ এ প্রধানমন্ত্রী হিসাবে কাকে পছন্দ?
নরেন্দ্র মোদী – ৫৫%
রাহুল গান্ধী – ৪৫%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!