এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটকের ভাগ্য নির্ধারণ আগামীকাল – কমল ফুটবে না কাঁটা? সরগরম রাজনৈতিক মহল

কর্ণাটকের ভাগ্য নির্ধারণ আগামীকাল – কমল ফুটবে না কাঁটা? সরগরম রাজনৈতিক মহল


কর্নাটকে গতবার হওয়া বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হয়েও সেখানে সরকার গড়তে পারে নি বিজেপি। কর্ণাটকের রাজ্যপাল গেরুয়া শিবিরকে সরকার গড়তে দিলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে দুদিনেই সেই সরকারের পতন হয়। বিজেপিকে রুখতে ‘থার্ড বয়’ জেডিএসকে কংগ্রেস সমর্থন করার ফলেই কর্নাটকে কমল ফুটতে ফুটতেও থমকে যায়।

এরপর, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই বিজেপি কর্ণাটকের জেডিএস-কংগ্রেস জোট সরকারকে বিশেষ ‘অসুবিধায়’ ফেলে না। কিন্তু, জোটের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দুই জোট শরিকের নিজেদের মধ্যেই শুরু হয়ে যায় চূড়ান্ত অশান্তি। আর সেই অশান্তির পরিণামে, লোকসভা নির্বাচনে কর্নাটকে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বিরোধীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই কর্নাটকে শুরু হয়ে যায় নতুন নাটক – লোকসভা নির্বাচনেই ইঙ্গিত দিয়ে দিয়েছে, এই মুহূর্তে সেখানে নির্বাচন হলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে বিজেপি। ফলে জোটের ময় ত্যাগ করে, অনেকেই গেরুয়া শিবিরের দিকে পা বাড়ান। শুরু হয়ে যায় পদত্যাগের নাটক – বিধায়কদের রাজ্যের বাইরে গিয়ে লুকিয়ে রাখা থেকে শুরু করে আইনি লড়াই – কোনো মশলাদার রাজনৈতিক উপাদানই বাকি ছিল না কর্ণাটকের রাজনীতিতে।

এই পরিস্থিতিতে শেষ ভরসা হিসাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সংশ্লিষ্ট রাজনীতিবিদরা। রাজনৈতিক সঙ্কটের কথা বিবেচনা করে দেশের সর্বোচ্চ আদালতও জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে। সুপ্রিম কোর্ট সূত্রের খবর, আপাতত সেই শুনানি শেষ, আগামীকাল সকাল সাড়ে দশটায় এই মামলার রায়দান হবে। সেখানেই ঠিক হবে পদত্যাগ করা ১৫ বিধায়কের ভাগ্য – যার উপরে ভর করে জানা যাবে, কর্নাটকে কমল ফুটছে নাকি এবারেও গেরুয়া শিবিরের কপালে জুটছে ‘কাঁটা’! সবমিলিয়ে জমজমাট কর্ণাটকের রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!