এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক দখলে বিজেপির ১০০ কোটির অডিও টেপ ভুয়ো জানিয়ে দিলেন খোদ কংগ্রেস বিধায়ক

কর্ণাটক দখলে বিজেপির ১০০ কোটির অডিও টেপ ভুয়ো জানিয়ে দিলেন খোদ কংগ্রেস বিধায়ক

কর্ণাটক বিধানসভা পরবর্তীতে যখন সরকার গঠন পর্বের প্রস্তুতি চলছে তখনই এক কংগ্রেস বিধায়কের বিভ্রান্তিকর পদক্ষেপ দলীয় নেতৃত্বকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দিলো। রাজ্যে সরকার গঠনের পূর্ববর্তী সময়ে কংগ্রেস – জেডিএস একাধিক বার তাঁদের বিধায়কদের আর্থিক প্রলোভন দেখিয়ে দলত্যাগের  প্রচেষ্টা করানোর অভিযোগ এনেছিলো বিজেপির বিরুদ্ধে। এই অভিযোগের প্রমান স্বরূপ কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের সাথে আর্থিক প্রলোভন সংক্রান্ত কথোপকথনের অডিও টেপ প্রকাশ করা হয়েছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই সময়ে এই অডিও টেপের কোনো আস্তবিক সত্যতা নেই জানিয়ে এলাপুরের কংগ্রেস বিধায়ক শিবরাম হেব্বার সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। এই ঘটনার জেরে বেশ কোনঠাসা অবস্থার মুখোমুখি হয় কংগ্রেস। সোস্যাল মিডিয়ায় কী এমন লিখেছিলেন এলাপুরের কংগ্রেস বিধায়ক শিবরাম হেব্বার। তা খতিয়ে দেখতে গিয়ে জানা গেলো, তিনি লিখেছেন , “প্রকাশিত অডিও টেপে যে মহিলার কন্ঠ শোনা গিয়েছে সে আমার স্ত্রী নয়। আমি এই অডিও টেপের তীব্র বিরোধিতা করছি। আর আমার স্ত্রী এই ধরণের কোনও ফোন পাননি।” রাজ্যের যখন ক্ষমতা করায়ত্ত্ব করার জোরদার লড়াই চলছে সেই সময়ে তিনি এই অডিও টেপকে ভুয়ো এবং পরিকল্পিত বলে দাবি করেন এই কংগ্রেস বিধায়ক। একইসাথে বিজেপির পক্ষ থেকে তাঁকে ১৫ কোটি টাকা প্রস্তাবের অভিযোগ কেও নাকচ করে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!