এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক নির্বাচন – শেষবেলার সমীক্ষায় পাল্টে গেল সমীকরণ, ক্ষমতায় আসার স্পষ্ট ইঙ্গিত

কর্ণাটক নির্বাচন – শেষবেলার সমীক্ষায় পাল্টে গেল সমীকরণ, ক্ষমতায় আসার স্পষ্ট ইঙ্গিত


সামনেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। ‘প্রেস্টিজ-ফাইট’ জিততে মরিয়া বিজেপি, কংগ্রেস নেতৃত্ত্বাধীন সরকারকে সরিয়ে দক্ষিণের এই গুরুত্ত্বপূর্ন রাজ্যে ক্ষমতায় আসতে দিনরাত এক করে সময় দিচ্ছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও দক্ষিণের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া। আর তাই ক্রমশ উত্তাপ বাড়ছে কর্ণাটক বিধানসভা নির্বাচন ঘিরে। এর আগে যে বিভিন্ন সমীক্ষা সামনে এসেছিল তাতে স্পষ্ট ইঙ্গিত ছিল, কর্নাটকের বিধানসভা ত্রিশঙ্কু হতে চলেছে। কংগ্রেস বা বিজেপি কেউই স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা পাবে না, অন্যদল জেডিএস হতে পারে ডিসাইডিং ফ্যাক্টর। এই অবস্থায় সি-ফোর বলে এক সংস্থা সামনে নিয়ে এল তাদের দ্বিতীয় ও শেষ সমীক্ষা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওই সংস্থার দাবি অনুযায়ী, গত ২০ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। ৬১ টি বিধানসভা থেকে ৬,২৪৭ জনের মতামত নিয়ে এই সমীক্ষা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কর্ণাটকের বিভিন্ন প্রান্তে এই সমীক্ষা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী কর্নাটকে ক্ষমতা দখলে রাখতে চলেছে কংগ্রেস। গতবারের থেকে ভালো ফল করলেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে। সি-ফোরের সমীক্ষা অনুযায়ী –

কর্ণাটক বিধানসভা –
মোট আসন – ২২৪
কংগ্রেস পেতে পারে – ১১৮-১২৮
বিজেপি পেতে পারে – ৬৩-৭৩
জেডিএস পেতে পারে – ২৯-৩৬
অন্যান্যরা পেতে পারে – ২-৭

ভোট শতাংশের হিসাবে –
কংগ্রেস – ৪৫%
বিজেপি – ৩২%
জেডিএস – ১৮%
অন্যান্যরা – ৫%

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!