এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার বিরোধীদের “করলার রস” দিয়ে আপ্যায়নের নিদাণ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

এবার বিরোধীদের “করলার রস” দিয়ে আপ্যায়নের নিদাণ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সকলকে নকুলদানা খাওয়ানোর নিদান দিয়েছিলেন। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল তীব্র বিতর্ক। তবে এবার আর নকুলদানা নয়, আসন্ন নির্বাচনে বিরোধীরা প্রচার করতে এলে তাদেরকে করলার রস খাওয়ানোর কথা বললেন কোচবিহার জেলা তৃনমূলের সভাপতি তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সূত্রের খবর, সোমবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তুফানগঞ্জের এক দলীয় কর্মসূচিতে এভাবেই বিরোধীদের কটাক্ষ করেন রবিবাবু। এদিন তিনি বলেন, “এখনও পর্যন্ত বিরোধীদের আমরা মাঠে ময়দানে দেখতে পাচ্ছি না। আশা করি খুব তাড়াতাড়ি তারা ময়দানে নামবেন। যদি বিরোধীদের বিশেষত বিজেপিকে দেখতে পান, তাহলে তাদের করলার রস দিয়ে আপ্যায়ন জানাবেন। এবার করলার ফলন খুব ভালো হয়েছে। মাঠে ময়দানে যখন প্রচার করবেন তখনও ফ্লাক্সে করলার রস আর কাগজের ছোট ছোট কাপ রাখবেন। ওদের সাথে দেখা হলেই সেই করলার জুসটা ওদেরকে খাইয়ে দেবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিরোধীদের করলার জুস খাইয়ে আপ্যায়ন জানানোর কথা বললে পাল্টা তৃণমূলের জেলা সভাপতিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সেই কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা। এদিন তিনি বলেন, “রবিবাবু নিজেও সম্ভবত হয়তো খুব করলার রস খান। সেই কারণেই হয়ত তিনি সবাইকে করলার রস খাওয়ার কথা বলছেন। কিন্তু ওটা খুব তিতা। বাড়িতে অতিথি এলে তাকে করলার রস খাওয়ানোর ব্যাপারটি ভালো হবে না। আমাদের কর্মীদের বাড়িতে ওনারা যদি আসেন, তাহলে আমরা ওনাদের ডাবের জল খাওয়াবো।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের নকুল দানার পর এবার কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বিরোধীদের করলার রস খাইয়ে আপ্যায়ন জানানোর কথা বলে নিজের দলের কর্মী-সমর্থকদেরই উজ্জীবিত করার চেষ্টা করলেন। আর যাকে ঘিরে এখন জমজমাট রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!