খাস কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জে তুমুল প্রতিবাদ! জেনে নিন! কলকাতা রাজ্য September 20, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে জনসাধারণ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর। পুলিশ সঠিক ব্যক্তিদের না ধরে দোষীদের বাঁচানোর চেষ্টা করছে বলে সরল হন একাংশ। তবে এবার একটি ঘটনায় সেই পুলিশ অ্যাকশন নেওয়ার সাথে সাথেই থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন অটো চালকরা। যার ফলে খাস কলকাতা শহরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু কি সেই ঘটনা? সূত্রের খবর, এদিন পূর্ব যাদবপুর থানার কাছে মুকুন্দপুর অটোস্ট্যান্ডে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে এখানে নাচ-গান চলছিল। আর তাতে পুলিশ বাধা দিতেই তৈরি হয় সমস্যা। যার ফলে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে খবর। আর সেই ঘটনার প্রতিবাদেই এদিন সেই পূর্ব যাদবপুর থানার সামনে বিক্ষোভ শুরু করে দেন অটো চালকরা। যার ফলে রীতিমত উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -