এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন স্বপ্নের কাশ্মীর নিয়ে বড়সড় দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের – জানুন বিস্তারিত

নতুন স্বপ্নের কাশ্মীর নিয়ে বড়সড় দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের – জানুন বিস্তারিত

ক্ষমতায় আসার আগেই নরেন্দ্র মোদী বলেছিলেন, তাদের সরকার ক্ষমতায় এলে ভালোবাসা দিয়ে কাশ্মীরকে জয় করা হবে। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর কাশ্মীরের অনেক সমস্যার সম্মুখীন হলেও দ্বিতীয়বারের জন্য 2019 সালের লোকসভা নির্বাচনে জেতার পর পরই সেই কাশ্মীরের ব্যাপারে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। যেখানে সংসদের দুই কক্ষেই 370 ধারা বিলোপ করে দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে তারা।

তবে কেন্দ্রের পক্ষ থেকে এহেন সাহসী সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে কেন্দ্রকে উদ্দেশ্য করে কম কটাক্ষ করা হয়নি। তবে বিরোধীরা যাই বলুক না কেন, এবার কাশ্মীরকে নিয়ে বড় আশার বাণী শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, জম্মু কাশ্মীরে ৩৭০ নং ধারার অবলুপ্তির পর আজ জম্মু ও কাশ্মীরের ২২ জন পঞ্চায়েত প্রধানসহ এক প্রতিনিধিদল সাক্ষাৎ করে অমিত শাহের সঙ্গে।

আর তাঁদের সঙ্গেই বৈঠকে অমিত শাহ বলেন, “আগামী ১৫ দিনের মধ্যেই গোটা কাশ্মীরেই টেলি যোগাযোগ, ইন্টারনেট স্বাভাবিক হয়ে যাবে।” তবে বিরোধীদের দাবি, অমিত শাহ এই আশ্বাসবাণী দিলেও কাশ্মীরের সিংহভাগ অঞ্চল যোগাযোগহীন। এখনও বিরোধীদল সহ কোনও রাজনৈতিক নেতানেত্রীকে বাইরে থেকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কাশ্মীরে সরকারি উদ্যোগে স্কুল, কলেজ খোলা হলেও সেখানে ছাত্রছাত্রী নেই। বাজার ঘাটও প্রায় শূন্য বললেই চলে।

জানা গেছে, এদিন যে পঞ্চায়েত প্রধানরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তাঁরা অমিত শাহকে জানিয়েন যে, তাঁদের এখনও প্রাণহানির আশংকা রয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্্রী ঘোষণা করেন, এই তাবৎ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের বিশেষ ব্যক্তিগত দেহরক্ষী দেওয়া হবে। ২ লক্ষ টাকা করে জীবনবিমাও দেওয়া হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বলেন, জম্মুকাশ্মীর নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো তারা যাতে বিশ্বাস না করেন। গুজব যাতে তাঁদের এলাকায় না ছড়ায় সেটাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু কাশ্মীরের শান্তিরক্ষার দায় এখন স্বরাষ্ট্রমন্ত্রকের। কারণ কেন্দ্রশাসিত হয়ে যাওয়ায় জম্মুকাশ্মীরে আর রাজ্য পুলিশ বলে কিছুই নেই। সেখানে মোতায়েন আধা সামরিক বাহিনীর মতেই জম্মুকাশ্মীরের রাজ্য পুলিশবাহিনীও এখন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। সেই কারণে যাতে জম্মুকাশ্মীরে দ্রুত শান্তি ফিরে স্বাভাবিকতা ফেরে তার মরিয় চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। তবে বিরোধী দলগুলির অভিযোগ, জম্ম.কাশ্মীরের খবর সরকার আড়াল করে রেখেছে কেন? কেন ভারতীয় মিডিয়া সেখানে অবাধে যেতে পারছে না?

এমনকী কোনও রাজনৈতিক দল এখনও অনুমতি পাচ্ছে না যেতে। এসবের থেকেই তো স্পষ্ট যে জম্মুকাশ্মীরের প্রকৃত চিত্র সরকার গোপনে রাখছে। এদিকে জম্মু কাশ্মীর নিয়ে শাসক বনাম বিরোধীর মধ্যে যখন তরজা চলছে, ঠিক তখনই আজ অসমের এনআরসি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল স্বরাষ্ট্রমন্ত্রকে।

সূত্রের খবর, আগামী সপ্তাহে অসমে উত্তর-পূর্ব ভারতের কাউন্সিল বৈঠকে যোগ দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তিনি পৃথকভাবে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে দেখা করে এনআরসি ইস্যুতে বৈঠক করবেন। সবমিলিয়ে একদিকে জম্মু কাশ্মীর ইস্যু, আর অন্যদিকে এনআরসি, সাহসী সিদ্ধান্ত নেওয়া হলেও এবার মানুষের মনে নিরাপত্তা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক কতটা সক্ষম হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!