কাশ্মীর নিয়ে নয়া পদক্ষেপ নিতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী? জেনে নিন বিস্তারিত জাতীয় June 2, 2019 সাদা পাঞ্জাবি-চুড়িদারের সঙ্গে হালকা সবুজ জ্যাকেটে শনিবার সকালে নর্থ ব্লকে ছুটির দিনে কেন্দ্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরের দায়িত্ব যখন গ্রহণ করছেন, ঠিক তখনই সেখানে থিকথিকে ভিড় লক্ষ্য করা গেল। ঠিকই ধরেছেন, তিনি অমিত শাহ। তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রীই নন, তিনি এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতিও। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পালন করেছেন এই অমিত শাহই। আর তাই দ্বিতীয় ইনিংসে নিজের বিশ্বস্ত সেনাপতিকেই দায়িত্ব দিলেন মোদী বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসানোর পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের আরও কিছু বিশেষ লক্ষ্য রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। আর প্রথম দিন থেকেই তিনি সেই কাজ শুরু করে দিলেন বলে খবর। সূত্র মারফত জানা গেছে, এদিন দপ্তরের আধিকারিকদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। আর সেখানেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম। আমার উপর বিশ্বাস রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। দেশের সুরক্ষা এবং দেশবাসীদের কল্যাণই মোদি সরকারের সর্বাধিক অগ্রাধিকার, মোদিজির নেতৃত্বে আমি তা পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করব।’ আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অনেকে বলছেন, প্রথম ইনিংসে মোদি সরকার অনেক কাজ করলেও জম্মু-কাশ্মীরের সমস্যার সমাধান, নাগরিকত্ব বিল পাস করানো, জাতীয় নাগরিকপঞ্জির মতো বিষয়গুলি নিয়ে এখনও অনেক জটিলতা রয়েছে। আর তাই এইসব ব্যাপারে সুষ্ঠ সমাধান করতেই অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব তিনি পালন করবেন না, তিনি তাঁর কাজের মধ্যে দিয়ে দলের ভিতকেও শক্ত করবেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যে মাওবাদীদের সমস্যার সমাধান, বাংলাকে পাখির চোখ করে বাংলায় অনুপ্রবেশ সমস্যা সমাধানের জন্য এনআরসি লাগু করার জন্যও নানা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গেছে, এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিয়েই অমিত শাহ দপ্তরের সচির রাজীব গৌবা এবং দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আর সেই বৈঠকেই কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে এদিনই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডির একটি মন্তব্যে বিতর্কের কারণে অমিত শাহ তাকে সতর্ক করেছেন বলেও খবর। তবে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পাওয়ায় এদিন সকালে সেই নর্থ ব্লকে অমিত শাহের নিজের দপ্তরে হাজির হয়েছেন বিজেপির অনেক মন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, সর্বভারতীয় সভাপতি হয়ে সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করার পর এবার কেন্দ্রের গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নিয়ে অমিত শাহ ঠিক কী কী মাস্টারস্ট্রোক দেন এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -