এখন পড়ছেন
হোম > জাতীয় > অশান্তি এড়াতে বাড়তি নিরাপত্তা কাশ্মীরে, কি অবস্থা এখন! জেনে নিন বিস্তারিত

অশান্তি এড়াতে বাড়তি নিরাপত্তা কাশ্মীরে, কি অবস্থা এখন! জেনে নিন বিস্তারিত


সম্প্রতি জম্মু কাশ্মীরের 370 এবং 35 এ ধারা অবলুপ্তি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে জম্মু-কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একদিকে জম্মু-কাশ্মীর এবং অন্যদিকে লাদাখ- এই দুটি করে একটি বিল ইতিমধ্যেই রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। ফলে এতদিন জম্মু কাশ্মীর নিয়ে নানা জটিলতা থাকলেও এবার রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় অন্য রাজ্যের মতই আচরণ করবে সেই কাশ্মীর উপত্যকা।

এদিকে জম্মু-কাশ্মীরকে শৃঙ্খলা মুক্ত করে এবং 370 ধারা ও 35 এ ধারার অবলুপ্তি ঘটিয়ে রীতিমতো মাস্টারস্ট্রোক দিয়েছে মোদি সরকার। যে ঘটনায় সাধারণ মানুষেরা খুশি হলেও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কাশ্মীরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এহেন সাহসী পদক্ষেপ নেওয়ার পরই সেই কাশ্মীরে কোনোরূপ গন্ডগোল যাতে না হয়, তার জন্য আগেভাগেই বাড়তি সতর্কতা নিয়ে রেখেছে কেন্দ্র। ইতিমধ্যেই সেখানে গোলমালের আশঙ্কা করে বিশাল সংখ্যায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও কাশ্মীরে পৌঁছে গিয়ে সেখানকার গ্রাউন্ড রিপোর্ট পাঠাতে শুরু করেছেন। তবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হলেও কেন্দ্রের এই সিদ্ধান্তে রীতিমতো খুশিই দেখা যাচ্ছে কাশ্মীরবাসীকে।

এদিনও তার প্রতিফলন ফুটে উঠেছে। যেখানে সোমবার এই কাশ্মীর নিয়ে বিল পাস হলেও মঙ্গলবার তার কোনরূপ প্রতিক্রিয়া কাশ্মীরে পড়েনি। উল্টে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ করতে বাইরে বেরিয়ে এসেছেন। কেন্দ্রের দাবি, তাদের এই পদক্ষেপে খুশি কাশ্মীর বাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!