এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কাশ্মীরে গেরুয়া ঝড়ের দাপটে খড়কুটোর মত উড়ে গেল বিরোধীরা, তবুও শেষ রক্ষা হবে কি? বাড়ছে সংশয়

কাশ্মীরে গেরুয়া ঝড়ের দাপটে খড়কুটোর মত উড়ে গেল বিরোধীরা, তবুও শেষ রক্ষা হবে কি? বাড়ছে সংশয়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাশ্মীরের চলছে জেলা উন্নয়ন পরিষদের বা ডিডিসির ভোট গণনা পর্ব। জম্মু কাশ্মীরে ডিডিসির মোট ২৮০ টি আসনে সদ্য নির্বাচন সম্পন্ন হয়েছিল। গত ২৮ সে নভেম্বর থেকে শুরু হয়েছিল এই নির্বাচন। মোট ৮ দফায় সম্পন্ন হয় এই নির্বাচন। গতকাল সোমবার থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দিয়ে শুরু হয়েছে এর ভোট গণনা পর্ব।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জম্মু-কাশ্মীর উন্নয়ন পরিষদ বা ডিডিসির মোট ২৮০ টি আসনের মধ্যে ২৭৩ টি আসনের ফল ঘোষিত হলো। যার মধ্যে বিজেপি জয়লাভ করেছে ৭৪ টি আসনে। অন্যদিকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোটের হাতে এসেছে মোট ১১০ টি আসন।

একদিকে কড়া নিরাপত্তা, অন্যদিকে স্বচ্ছতার বিষয়ে গুরুত্ব দিয়ে চলছে ভোট গণনা পর্ব। স্বচ্ছতার বিষয়ের কথা ভেবেই পুরো ভোট গণনা প্রক্রিয়াকে রেকর্ড করে রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী ফারুক আব্দুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোটের হাতে ১১০ টি আসন। যার ফলে অত্যন্ত আনন্দিত জোট। গুপকর জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার যে অসাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছিল। তার বিরুদ্ধেই মানুষের ক্ষোভের প্রকাশ ঘটেছে এই নির্বাচনে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পিডিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৩৭০ ধারা রদ করার মত সিদ্ধান্তকে মানুষ কখনই ভাল ভাবে মেনে নিতে পারেনি। যার প্রমাণ হলো নির্বাচনের এই ফলাফল। এর জন্যই মানুষ সমর্থন জানিয়েছেন গুপকর জোটকে। গুপকর জোটের এই ফলাফলকে স্বাগত জানাল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপিকে প্রত্যাখ্যান করার মতো সাহস দেখানোর জন্য জম্মু-কাশ্মীরের ভোটারদের ধন্যবাদ জানাচ্ছে কংগ্রেস। এই নির্বাচনে কংগ্রেসের হাতে গিয়েছে ২৫ টি আসন। আবার, আপনি পার্টির হাতে গিয়েছে ১২ টি, এই দল মোট ৪৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১২ টি আসনে জয়লাভ করেছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করলেও, এটা সত্য যে কাশ্মীরে এই প্রথম বিজেপির এই অভাবনীয় ফলাফল। প্রথম একক সংখ্যাগরিষ্ঠ দল হলো বিজেপি। বিজেপির হাতে এখনো পর্যন্ত ৭৪ টি আসনে জয়লাভ করেছে। প্রসঙ্গত, শ্রীনগরের জেলা উন্নয়ন পরিষদের খনমোহ-২ আসনে বিজেপির প্রার্থী আইজাজ হুসেইন জয়লাভ করলেন। আবার, বান্দিপোরার তুলেলে বিজেপি প্রার্থী আইজাজ আহমেদ খান জয়লাভ করেছেন।

নির্বাচনে বিজেপির এই জয়লাভকে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বিজেপির হয়ে জম্মু কাশ্মীরে বিশেষ দায়িত্বে ছিলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, মানুষকে ভয় দেখানো সত্ত্বেও জনতা ভোট দিয়েছেন। যা হলো গণতন্ত্রের জয়। তিনি আরও জানালেন যে, প্রধানমন্ত্রীর স্বপ্ন ছিল জম্মু-কাশ্মীরে একেবারে নিচ তলাতেও ভোট সম্পন্ন হোক। এবার, প্রধানমন্ত্রীর এতদিনের স্বপ্ন সফল হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!