এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুলে আসা নেতাকে গুরুত্বপূর্ণ পদ দিতেই, প্রতিবাদ রাজ্যের মন্ত্রীর

কাস্তে-হাতুড়ি থেকে ঘাসফুলে আসা নেতাকে গুরুত্বপূর্ণ পদ দিতেই, প্রতিবাদ রাজ্যের মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বারবার ভাঙ্গন দেখা দিয়েছে বাম শিবিরে। সিপিএম সহ বামপন্থী দলগুলোর একের পর এক নেতৃত্ব যোগদান করেছেন তৃণমূলে। সিপিএমের এক দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন আইনুল হক। পরবর্তীতে যোগদান করেছেন তিনি তৃণমূলে। এবার তাঁকে বর্ধমান পুরসভার উপ পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। যার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

এত সময় সিপিএমের দাপুটে মুখ হিসেবে পরিচিত ছিলেন আইনুল হক। এরপর কিছুটা সময় বিজেপিতে ছিলেন তিনি। পরবর্তীকালে আবার যোগদান করেছেন তিনি তৃণমূলে। তৃণমূল ভবনে গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছেন তিনি। এবার তাঁকে বর্ধমান পুরসভার উপ পুর প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। দলের অনেকেই তার প্রতিবাদ জানিয়েছেন। বিশেষত, তৃণমূল বিধায়ক খোকন দাসের অনুগামীরা দলের এই পদক্ষেপকে মেনে নিতে পারেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিপিএম থেকে আসা নেতাকে গুরুত্বপূর্ণ পদে আনতেই তীব্র ক্ষোভ জানাতে দেখা গিয়েছে দলের কর্মীদের। বারবার ক্ষোভ প্রকাশের পর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে তৃণমূলের জেলা নেতৃত্ব। কিন্তু দলের এই পদক্ষেপকে একেবারেই মেনে নিতে পারছেন না রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সিপিএমের বদ রক্ত যদি ডানপন্থী দলের মাথায় চাপানো হয়, তাহলে তা হজম করা মুশকিল। বস্তুত, দীর্ঘদিন ধরে সিপিএম এরপর বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন যে নেতা, সেই নেতাকে দলে নেওয়া ও দলের গুরুত্বপূর্ণ পদে বসানো, কিছুতেই মেনে নিতে পারছেন না দলের একাংশ। আর এই বিষয়ে প্রবল প্রতিবাদ জানালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!