এখন পড়ছেন
হোম > জাতীয় > কাটছেনা উদ্বেগের মেঘ, আবার চার লক্ষের গণ্ডি অতিক্রম ও দীর্ঘায়িত মৃত্যুর মিছিল

কাটছেনা উদ্বেগের মেঘ, আবার চার লক্ষের গণ্ডি অতিক্রম ও দীর্ঘায়িত মৃত্যুর মিছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষ্যের গন্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায়ও যা অব্যাহত রইল। আবার ৪ লক্ষের গণ্ডি অতিক্রম করল দৈনিক করোনা সংক্রমণ। সেইসঙ্গে আবার ৪ হাজার অতিক্রম করেছে দৈনিক মৃত্যুর মিছিল। যা কপালে ভাঁজ ফেলে দিয়েছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালাকে নিয়ে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। অর্থাৎ আজকে নিয়ে পরপর চার দিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গণ্ডি অতিক্রম করে গেল। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৪০৯২ জন মানুষের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৪৪ জন। এখনো পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ১৬ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৬৬৩ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্রে, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৫৭৮ জন। তবে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা মুক্ত ৮২ হাজার ২২৬ জন। এই সুস্থতার পরিমাণ বৃদ্ধি আশাপ্রদ। কর্নাটকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৫৬৩ জন। কেরালায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৭১ জন।

দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৬৪ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ১৮ হাজার ২৪৩ জন। ১২৭ জনের মৃত্যু ঘটেছে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!