এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কথা না রাখার ফল, ধরনা মঞ্চ বদলে গেল অনশন মঞ্চে

কথা না রাখার ফল, ধরনা মঞ্চ বদলে গেল অনশন মঞ্চে


সম কাজে সম বেতন এর দাবীতে টানা পাঁচদিন সল্টলেকে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছিলেন পার্শ্বশিক্ষকরা। এবার এই আন্দোলনকে আরো জোরালো করতে শনিবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন পার্শ্বশিক্ষকরা। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, সরকার তাঁদের দাবি এখনো মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা অনশনে বসতে চলেছে। বেতনকাঠামো পুনর্গঠন থেকে পূর্ণ শিক্ষকের মর্যাদা একাধিক দাবিতে ধর্নার পর এবার অনশনের দরবার। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে জানানো হয়, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।

সোমবার পার্শ্ব শিক্ষকদের অনশন এর চতুর্থ দিন। এরই মধ্যে চারজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অনশনের কারণে স্কুলের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ধরনা, অনশনে জেরবার স্কুলের স্বাভাবিক পড়াশুনো। কারণ, পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা ব্যস্ত অনশনের মঞ্চে। অন্যদিকে অনশনকারীরা জানিয়েছেন, অসুস্থদের হাসপাতালে নিয়ে যাবার জন্য মঞ্চের কাছাকাছি কোন অ্যাম্বুলেন্স রাখা হয়নি। ফলে গুরুতর অসুস্হ অবস্হায় অটো করেই তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়। গোটা ঘটনায় এলাকার পরিস্থিতি যথেষ্ট জটিল বলে শোনা গেছে। তবে এই ঘটনার ফলে অনশনকারীদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে।

হাইকোর্টের ছাড়পত্র পেয়ে বিধান ভবনে পার্শ্বশিক্ষকরা ধর্নায় বসেছিলেন। পাঁচদিন পর সেই ধরনা মঞ্চ অনশন মঞ্চে পরিণত হয়। 35 জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অনশনে বসেন গত শুক্রবারে। ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বহু পার্শ্বশিক্ষক। বেতন বৃদ্ধির দাবিতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন আজ থেকে না বেশ অনেকদিন ধরেই চলছে। সল্টলেকে গত 11 নভেম্বর থেকে পার্শ্বশিক্ষক-শিক্ষিকারা ধরনা মঞ্চ তৈরি করেছেন, যার সামনে একটি ব্যানার দিয়ে জানানো হয়েছে যে এটি একটি অরাজনৈতিক মঞ্চ। এবং এই ঘোষণার ফলে বিভিন্ন রাজনৈতিক দল থেকেই নেতা-নেত্রীরা এসে পার্শ্বশিক্ষকদের সমর্থন জানিয়ে যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগেও পার্শ্বশিক্ষকরা বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ জানাতে গেলে পুলিশ তাঁদের সেই অনুমতি দেয়না। এর পরেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয় অনুমতি আদায়ের জন্য। আদালতের পক্ষ থেকে দিন কয়েক আগেই পার্শ্ব শিক্ষকদের পক্ষে রায় দেওয়া হয়। আদালত থেকে দিন কয়েক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বিকাশ ভবনের পাশে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে অবস্থান মঞ্চ গড়ে তোলা যাবে। আর এর পরেই বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামেন পার্শ্বশিক্ষকরা।

পার্শ্বশিক্ষকরা তাঁদের দাবি আদায়ের জন্য ইতিমধ্যে গত কয়েক মাস ধরে বারংবার রাজপথে আন্দোলনে নেমেছেন। আন্দোলনকারীদের দাবী, তাঁদের সঙ্গে রাজ্য সরকার প্রতারণা করেছে। অনশনকারীদের দাবী, 8 বছর কেটে যাওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দেওয়া কথা রাখেননি। পার্শ্বশিক্ষকরা আন্দোলনে নেমেছেন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর সুনির্দিষ্ট প্রতিশ্রুতিকে হাতিয়ার করেই। এখন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!