এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কাঁথি পৌরসভায় ব্রাত্য অধিকারী পরিবার ! বিজেপির প্রার্থী তালিকা প্রাকাশ হতে জল্পনা তুঙ্গে !

কাঁথি পৌরসভায় ব্রাত্য অধিকারী পরিবার ! বিজেপির প্রার্থী তালিকা প্রাকাশ হতে জল্পনা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাঁথি পৌরসভার নির্বাচন ! আর এই পৌরসভা মানেই যে অধিকারী পরিবারের আস্তানা তা একপ্রকার বলাই চলে কারণ দীর্ঘ তিন দশক সময় ধরে বিপক্ষ দলের সঙ্গে চোখে চোখ রেখে  লড়াই করে চলেছে এই পরিবার  ।  বামফ্রন্টের অবসান ঘটিয়ে পরবর্তীতে তৃণমূল সরকার গড়তে  সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল অধিকারী পরিবারকে । কিন্তু এবারে বিধানসভা থকে ফাটল ধরে তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের । পরবর্তীতে দল ছেড়ে বার হয়ে এসে তৃণমূলের বিপক্ষে লড়াই করে চলেছে শুভেন্দু  সহ এই পরিবার সকলেই যদিও দিব্যেন্দু অধিকারী তৃণমুলে রয়েছেন নাম মাত্র । তবে এবারা কাঁথি পৌরসভার বিজেপির প্রার্থী প্রকাশ হতেই  চমকে উঠেন সকলেই । যেখানে অধিকারী পরিবের কোনো সদস্যের নাম পাওয়া গেল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃণমুলের বিপক্ষে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্টে দেখা গিয়েছে কাঁথির দক্ষিনে প্রাক্তন বিধায়ক বনশ্রী থেকে প্রার্থী করা হয়েছে পৌরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির পক্ষ থেকে । যদিও গেরুয়া শিবিরের দাবি, তাঁদের দলেই এক ব্যক্তি এক পদ কার্যকর। পরিবারতন্ত্র চলে না। গেরুয়া শিবিরের অকেই আবার বলছেন সাংসদ শিশির অধিকারীর বয়স হয়েছে এদিকে শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা ও বিরোধী দলের নেতা। তাই তাঁকে টিকিট দেওয়া হয় নি।  যদিও একদিকে এখনো খাতায় কলমে দিব্যেন্দু অধিকারী  তৃণমূলের সাংসদ আবার  দলবদলও করেননি তাই তারা এই অর্থে টিকিট পাননি । কিন্তু একাংশের প্রশ্ন জাগছে  কোন অঙ্কে সৌমেন্দু অধিকারী বাদ পড়লেন ? তবে এর পিছনে কোনও  যুক্তি পাওয়া যাচ্ছে না বিজেপির পক্ষ থেকে ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!