কাঁথিতে এসেই তৃণমূল বিদায়ের বাজনা বাজালেন অমিত শাহ, উজ্জীবিত বিজেপি কর্মীরা! তৃণমূল বিজেপি মেদিনীপুর রাজনীতি রাজ্য May 22, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় এখনও পর্যন্ত যে কয় দফায় ভোট হয়েছে, তাতে তৃণমূলের দফারফা হয়ে গিয়েছে। অন্তত তেমনটাই দাবি বাংলার বিজেপি নেতাদের। তারা এটাও বলছেন যে, বাংলা থেকে এবার বিপুল আসন পেলে এই রাজ্যে পট পরিবর্তন নিশ্চিত। আর সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি কত আসন পেতে পারে, তা নিয়ে কাঁথির সভা থেকে বড় মন্তব্য করে তৃণমূলের বিদায়ের ডঙ্কা বাজালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এদিন কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তার গলাতে উঠে আসে বাংলায় 30 টি আসনে পদ্ম ফোটানোর কথা। অমিত শাহ বলেন, “বাংলা থেকে ৩০ টি আসন পাবে বিজেপি। আর ৩০ টি আসন পেলেই তৃণমূল সরকার বিদায় নেবে।” অর্থাৎ বাংলার বিজেপি নেতারা যে ফাঁকা আওয়াজ দিচ্ছে না, সেটা স্পষ্ট করে দিলেন অমিত শাহ। বুঝিয়ে দিলেন যে, বাংলার ক্ষেত্রে এবার বিপুল আসন প্রয়োজন ভারতীয় জনতা পার্টির। কারণ এই বড় সংখ্যার আসন বিজেপি পেলে বাংলায় যে পুলিশি অত্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তা শেষ হবে। ক্ষমতার পরিবর্তনে সরকার গঠন করবে বিজেপি। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মন্তব্য নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -