এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কাঁথিতে লোক পাবেন না মমতা ! তাই কি সিভিকদের নিয়ে পদযাত্রা ?

কাঁথিতে লোক পাবেন না মমতা ! তাই কি সিভিকদের নিয়ে পদযাত্রা ?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মেদিনীপুরের সব আসনে জয়লাভ করতে বিশেষত তমলুক এবং কাঁথিতে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই কারণে আজ থেকেই সেখানে ঘাঁটি গাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একেবারে অধিকারী গড়ে অর্থাৎ কাঁথিতে মিছিল করার কথা রয়েছে তার। কিন্তু সেই মিছিল সাধারণ মানুষদের নিয়ে কতটা হবে, তা কেউ জানে না। কিন্তু পুলিশ নির্ভর এই রাজ্যের শাসক দল সিভিকদের কাজে লাগিয়ে সেই মিছিল ভরানোর নির্দেশ দিয়েছে। অন্তত তেমনটাই দাবি করছেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “উনি কাথিতে পদযাত্রা করবেন। মানুষদের নিয়ে নয়, বরঞ্চ 1300 সিভিককে নির্দেশ দেওয়া হয়েছে যে, এমনি পোশাকে আসবে। সাদা গেঞ্জি, জামা পড়ে আসবে।” আর মুখ্যমন্ত্রীর পদযাত্রার আগেই মানুষের সমর্থন যে তার সঙ্গে নেই, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। যেভাবে এই রাজ্যে শাসক দল পুলিশ নির্ভর হয়ে উঠেছে, তার আরও একটা নজির সামনে আনলেন তিনি। যাকে কেন্দ্র করে মেদিনীপুরের মাটিতে আরও কোণঠাসা হয়ে গেল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!