এখন পড়ছেন
হোম > জাতীয় > কাঠুয়া কাণ্ডে পরিচয় ফাঁসের জেরে দেশের প্রথমশ্রেণীর সংবাদমাধ্যমগুলিকে জরিমানা

কাঠুয়া কাণ্ডে পরিচয় ফাঁসের জেরে দেশের প্রথমশ্রেণীর সংবাদমাধ্যমগুলিকে জরিমানা


বুধবার দেশের প্রথম সারির ১২ টি সংবাদমাধ্যমকে ১০ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিল দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্করের ডিভিশন বেঞ্চ।টাকা আদালতের রেজিস্টার জেনারেলে জমা করতে হবে।সেখান থেকে জম্মু কাশ্মীরের লিগ্যাল সার্ভিস কতৃপক্ষের কাছে টাকা পাঠানো হবে।সেখান থেকে টাকা তুলে দেওয়া হবে কাঠুয়া গণধর্ষণ কান্ডের পর খুন হওয়া আট বছরের মেয়েটির পরিবারের হাতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওই গণধর্ষিতা বাচ্চাটির পরিচয় প্রকাশ্যে আনার জন্য মিডিয়া হাউজগুলোর উপর হাইকোর্ট ভীষণভাবে ক্ষুব্ধ আর তাই এই জরিমানার নির্দেশ দেন।এখনো অব্দি ১২ টি মিডিয়া হাউজ হাইকোর্টের নজরে পড়েছে।তালিকায় রয়েছে টাইমস অফ ইন্ডিয়া,দ্য হিন্দু,দ্য স্টেটসম্যান, দ্য পায়নিয়ার,নভভারত টাইমস,এনডিটিভি,ফার্স্টপোস্ট,দ্য উইক,রিপাবলিক টিভি,দ্য ডেকান ক্রনিক্যালস,ইন্ডিয়া টিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।এদের ভিতর নটি সংবাদ মাধ্যম ক্ষমা চেয়েছে আদালতের কাছে কাঠুয়া নির্যাতিতার পরিচয় প্রকাশ করার জন্যে।তাঁরা জানিয়েছেন যে তাঁদের ক্লায়েন্টরা ভেবেছিলেন, নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে এলে এবং তাঁর সাথে হওয়া অত্যাচারের কথা সবাই জানলে অভিযুক্তদের খুঁজে বের করতে এবং উপযুক্ত শাস্তি দিতে সুবিধা হবে।এই ভাবনা থেকেই তাঁরা একাজ করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!