এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাটল আশঙ্কার মেঘ,‌ কলকাতায় গিয়েই সুস্থ অনুব্রত!

কাটল আশঙ্কার মেঘ,‌ কলকাতায় গিয়েই সুস্থ অনুব্রত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বৃহস্পতিবার থেকেই তার শরীরের ক্রমশ অবনতি হতে শুরু করেছিল। এমনিতেই তাঁর শরীরের নানা সমস্যা রয়েছে। ব্যাপক শ্বাসকষ্ট, তার মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করেছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতির। স্বাভাবিক ভাবেই চিন্তা ক্রমশ বাড়তে শুরু করে। তবে শুক্রবার বেলা বাড়তে না বাড়তেই শ্বাসকষ্ট ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে চিন্তা শুরু হয় তার অনুগামীদের মধ্যে।

যার জেরে তড়িঘড়ি শুক্রবার অ্যাম্বুলেন্স করে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় বীরভূম জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। দ্রুত তার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। কি হল অনুব্রত মণ্ডলের! তাহলে কি করোনা পরিস্থিতিতে অত্যন্ত সচেতন থাকার পরেও করোনা ভাইরাস তাকে গ্রাস করল, তা নিয়ে নানা মহলে তৈরি হয় শঙ্কা। তবে অবশেষে কলকাতায় আসার পরেই সুস্থ হয়ে উঠলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি।

সূত্রের খবর, শুক্রবার তাকে অ্যাম্বুলেন্স করে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে করোনা পরীক্ষা করানো হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতির। আর তারপরেই সুসংবাদ আসে। জানা যায়, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে অনুব্রত মণ্ডলের। অর্থাৎ তাকে নিয়ে যে চিন্তা ছিল, সেই আশঙ্কার মেঘ ক্রমশ কাটতে শুরু করল। ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। যার জেরে নিশ্চিন্ত তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের অনুগামীরা।

বলা বাহুল্য, ভোটের সময় এই অনুব্রত মণ্ডল খবরের শিরোনামে থাকেন। কখনও চরাম চরাম ঢাক, আবার কখনও বা গুড় বাতাসার কথা বলে সকলের নজর কেড়ে নেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে তার নানা বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে কমিশনের পক্ষ থেকে তাকে নজরবন্দি করা হয়েছিল। কিন্তু তারপরেও তিনি যে খেলা দেখিয়েছেন, তা জানিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

পরবর্তীতে বীরভূম জেলায় অপূর্ব ফলাফল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ব্যাপক আসন তুলে দিয়েছেন তার অনুগত সৈনিক। তবে বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অসুস্থতার খবর সামনে আসছিল। যার জেরে শ্বাসকষ্ট বাড়তে শুরু করায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর এরপর থেকেই ক্রমশ চিন্তা বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের। তবে এবার করোনা রিপোর্ট আসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!