এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > কাটল দুর্যোগ, গভীর নিম্নচাপে পরিণত “ইয়াস”, বর্ষণের আশঙ্কা রাজ্যজুড়ে!

কাটল দুর্যোগ, গভীর নিম্নচাপে পরিণত “ইয়াস”, বর্ষণের আশঙ্কা রাজ্যজুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগে ভয়াবহ আমপান যেভাবে আছড়ে পড়েছিল, ঠিক সেইভাবে বাংলায় আছড়ে পড়তে পারে “ইয়াস” নামক ঘূর্ণিঝড় বলে আশঙ্কা করেছিলেন একাংশ। কিন্তু উড়িষ্যায় আছড়ে পড়ার পর বাংলার উপকূলবর্তী জেলা অর্থাৎ মেদিনীপুরে দীঘার সমুদ্রের গর্জনের আতঙ্ক ক্রমশ চিন্তা বাড়িয়ে দিয়েছিল সকলের। তবে ইয়াসের দাপট যতটা বাংলায় আছড়ে পড়বে বলে মনে করা হয়েছিল, ততটা হয়নি।

বর্তমানে ভয়াবহ এই ঘূর্ণিঝড় তার রেশ কাটিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে‌। তাই বাংলায় সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে “ইয়াস” ঝড়ের দিক থেকে তার দাপট কমালেও, যেহেতু নিম্নচাপের একটা গভীর সম্ভাবনা রয়েছে, তাই রাজ্যের বেশকিছু জেলায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

সূত্রের খবর, গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণে রাজ্যের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে 9 টি জেলায় হাই এলার্ট জারি করা হয়েছে। মাইকিং করে সাধারন মানুষকে সতর্ক করা হচ্ছে। একাংশ বলছেন, ইয়াসের দাপটে এবং ভরা কোটাল থাকার কারণে জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে নিম্নচাপের জেরে যদি বৃষ্টি শুরু হয়, তাহলে অনেক নদীর জল উপচে আসতে পারে। স্বাভাবিক ভাবেই বন্যার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই ইয়াসের দাপট থাকায় দীঘার অনেকাংশ লন্ডভন্ড হয়ে গিয়েছে। সমুদ্রের জলোচ্ছাসের কারণে বসতিতে জল ঢুকে পড়েছে। অনেক মানুষ ঘরছাড়া। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সুন্দরবনের। তার মধ্যে এই দুর্যোগ গভীর নিম্নচাপের আকার ধারণ করায় বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যেও চিন্তা বাড়তে শুরু করেছে।

যদি সেই বৃষ্টিপাতে নদীর জল বাড়তে শুরু করে, তাহলে বন্যার মতো সমস্যা দেখা দেবে গোটা রাজ্যজুড়ে। তাই আগে থেকেই সকলকে সতর্ক করতে শুরু করেছে রাজ্য প্রশাসন। তবে প্রকৃতির দুর্যোগ কারও হাতে নেই। তাই “ইয়াস” তার দাপট কমিয়ে নিলেও নিম্নচাপে পরিণত হয়ে যদি বন্যা পরিস্থিতি তৈরি করে, তাহলে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!