এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাটমানি-র জল গড়ালো হাইকোর্ট অব্দি, মমতার চাপ বাড়িয়ে মন্ত্রীর নামে মামলা

কাটমানি-র জল গড়ালো হাইকোর্ট অব্দি, মমতার চাপ বাড়িয়ে মন্ত্রীর নামে মামলা

দলে দুর্নীতি কমাতে কিছুদিন আগে নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের বৈঠকে কাটমানি না নেওয়ার ব্যাপারে সকলকে সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর এহেন কড়া বার্তার পরেই দিকে দিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারন মানুষ।

তবে তৃণমূলের একাংশ দাবি করেন, শুধু নীচুতলায় নয়, উপরতলা থেকে এই কাটমানি নেওয়ার প্রক্রিয়া চালু হয়ে আসছে। আর এবার এই ঘটনারই রেশ ধরে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করলেন এক ব্যবসায়ী।

জানা যায়, সন্দীপ আগরওয়াল নামে কৈখালীর এক ব্যবসায়ীর পারিবারিক বিবাদ চরমে উঠেছিল। আর এই বিবাদ মেটানোর জন্য বিধাননগর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসুর তাঁকে অফিসে ডেকে পাঠানো হয়। অভিযোগ, সঞ্জীববাবুকে এই গন্ডগোল মিটিয়ে নেওয়ার জন্য 30 লক্ষ টাকা দিতে চাপ দেওয়া হয়।

কিন্তু কৈখালীর ওই ব্যবসায়ী সেই টাকা দিতে অস্বীকার করায় বাগুইআটি থানায় অভিযোগ করতে গেলে সেখানে পুলিশের সামনেই তাকে জোর করে 20 লাখ টাকা দেওয়ার একটি অঙ্গীকার পত্রে সই করানো হয় বলে জানা গেছে। আর এই ঘটনারই পরিপ্রেক্ষিতে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, তার আত্মসহায়ক ও বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার সহ 18 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সেই সন্দীপ আগরওয়াল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে আদালতে সন্দীপ আগরওয়ালের আইনজীবী উদয় ঝা বলেন, “মামলাকারীর সঙ্গে মন্ত্রী, তার আপ্ত সহায়ক এবং পুলিশের ফোনের রেকর্ড রয়েছে। প্রয়োজনে প্রমাণ হিসেবে সেই তথ্য আদালতে পেশ করবেন মামলাকারী।”

অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, “মামলাকারীদের বিরুদ্ধে অন্য তিনটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও আছে। যে 18 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের একজনের সঙ্গে সন্দীপ আগরওয়ালের স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তদন্তকারী সংস্থা কোনো অভিযুক্ত ঠিক করে দিতে পারেন না।” আর এরপরই সকলের বক্তব্য শুনে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেন বিচারপতি।

কিন্তু সত্যিই কি রাজ্যের খাদ্যমন্ত্রী এই ঘটনায় যুক্ত! এদিন এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিককে ফোন করা হলেও তিনি তার ফোন ধরেননি। অন্যদিকে এই ব্যাপারে বিধাননগর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এরকম কত আগরওয়ালই তো প্রতিদিন আমার কাছে আসেন। তাই কার কথা বলছেন আমি মনে করতে পারছি না। তবে যিনিই হন, এটা ভিত্তিহীন অভিযোগ। এরকম কোনো ঘটনা ঘটেনি।”

সব মিলিয়ে রাজ্যজুড়ে কাটমানি কান্ডের মাঝেই এবার রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।সাথেই চাপ বাড়লো মমতার ও। কেননা একেই লোকসভা ভোটার পর ঘুরে দাঁড়াতে চাইছেন তাঁরা। কিন্তু কাটমানি কান্ড নিয়ে জল আদালতে যাওয়ায় জনমানসে এর প্রভাব পর্বে বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!