এখন পড়ছেন
হোম > রাজনীতি > কাটমানি নিয়েও আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য, আশঙ্কায় প্রশাসন!

কাটমানি নিয়েও আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য, আশঙ্কায় প্রশাসন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে ছোট থেকে বড় যে কোনো কাজ করতে গেলেই কাটমানি দিতে হয় শাসক দলের নেতাদের, এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বারবার সেই কাটমানির বিপক্ষে মন্তব্য করা হয়েছে। এমনকি প্রশাসন থেকে শুরু করে দলের বিভিন্ন সভায় এই ব্যাপারে সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই কাটমানি নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়তে হল রাজ্য সরকারকে।

যেখানে দেশের প্রত্যেকটি হোমের বর্তমান পরিস্থিতি কি, তা নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যের হাইকোর্টকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো করেই রাজ্যের তরফ থেকে দেওয়া তথ্য দেখে রীতিমতো চক্ষুচড়কগাছ কলকাতা হাইকোর্টের। আর তারপরেই এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল আদালতকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে করোনা ভাইরাসের এই সংকটজনক মুহূর্তে রাজ্যের হোমগুলোর কি অবস্থা, তা জানতে চাওয়া হয়। আর তারপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়, তা দেখে রীতিমতো হতবাক কলকাতা হাইকোর্ট। যেখানে দেখা যাচ্ছে, একটি হোমের শুধুমাত্র নীচুতলা তৈরি করতে প্রায় 3.41 কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু তার পরেও সেই হোমের অবস্থা জরাজীর্ণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে কাটমানির ব্যাপারে আশঙ্কার কথা প্রকাশ করতে দেখা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতিদের। যেখানে রাজ্যের আইনজীবীর কাছে এই হোম তৈরি করতে কাটমানি চক্র নেই তো? এইরুপ প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই এর ফলে যথেষ্ট চাপের মুখে পড়ে যায় রাজ্য প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এতদিন বিরোধীদের পক্ষ থেকে এই কাটমানির ব্যাপারে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করানো হত। কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্ট যেভাবে হোম তৈরির ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হওয়ার কারণে উস্মা প্রকাশ করল, তা কার্যত তাৎপর্যপূর্ণ।

এক্ষেত্রে কাটমানির আশঙ্কার কথা তুলে ধরে হাইকোর্টের বিচারপতির পক্ষ থেকে যে মন্তব্য করা হল, তাতে রাজ্য সরকারের বিড়ম্বনা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে এই মন্তব্য করায় তাকে হাতিয়ার করে বিরোধীরাও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!