এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিক্ষাক্ষেত্রেও কাটমানি খাওয়ার অভিযোগ, জোর শোরগোল রাজ্যে

শিক্ষাক্ষেত্রেও কাটমানি খাওয়ার অভিযোগ, জোর শোরগোল রাজ্যে


অনেকে বলছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিয়ে তার দলের অস্বস্তিই বাড়িয়ে দিয়েছেন। কেননা বর্তমানে প্রায় প্রতিটা ক্ষেত্রেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হচ্ছে বিরোধী দল থেকে সাধারণ মানুষ। যা দলে শুদ্ধিকরণ অপেক্ষা বড়ই অস্বস্তিতে ফেলছে বলেই দাবি বিশেষজ্ঞদের। বর্তমানে বিভিন্ন জায়গায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা ফেরতের দাবিতে সরব হচ্ছেন সাধারণ মানুষ। আর এবার কলেজে ভর্তিতে কাটমানি খাওয়া তৃণমূল নেতাদের অবিলম্বে তা ফেরত দেওয়ার দাবি জানিয়ে রাস্তায় নামতে দেখা গেল সিপিএমের ছাত্রসংগঠন এসএফআইকে।

সূত্রের খবর, এদিন শিয়ালদা বিগবাজারের সামনে থেকে শুরু হওয়া একটি মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে শেষ হয়। আর সেখানেই বিক্ষোভ শুরু করেন এসএফআই কর্মী সমর্থকরা। যেখানে তারা দাবি জানাতে থাকেন যে, বিভিন্ন কলেজে ভর্তির সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যে কাটমানি নেওয়া হয়েছিল, তা অবিলম্বে তৃণমূল নেতাদের ফেরত দিতে হবে। না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিগত বছরগুলিতে কলেজে ভর্তিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। এবার পুরোপুরি অনলাইন সিস্টেমে ভর্তি প্রক্রিয়া চললেও কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে। আর সেদিক থেকে যখন বর্তমানে মুখ্যমন্ত্রী কাটমানির ব্যাপারে দলীয় নেতাদের সতর্ক করে দিচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক সেই সময় সুযোগ বুঝে ভর্তিতে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পথে নামল বামেদের এই ছাত্র সংগঠন।

তবে এই ঘটনাটিকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। তাদের দাবি, আসলে রীতিমত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া একটি সংগঠন এখন শিরোনামে উঠে আসতেই এই সমস্ত মিথ্যা, কুৎসা, অপপ্রচার করছে। তবে শাসকদলের পক্ষ থেকে যে দাবিই করা হোক না কেন, যেভাবে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নিয়ে সরব হচ্ছে, তাতে এবার কলেজে ভর্তিতেও সেই কাটমানির অভিযোগ চলে আসায় শাসকদলের অস্বস্তি যে ক্রমশ বাড়বে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রায় প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!