কাটমানি নিয়ে বাড়ছে গ্রেফতারির সংখ্যা, রাজ্য রাজনীতিতে উঠতে চলেছে ঝড়? কলকাতা রাজ্য June 23, 2019 গত 18 জুন কলকাতার নজরুল মঞ্চে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে তোলাবাজির সাথে কেউ যুক্ত থাকলে তাদের অন্যায়কে বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশাসনিক প্রধানের হুশিয়ারি পরই দিকে দিকে কাটমানি নেওয়াতে অভিযুক্ত তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ সংগঠিত হতে থাকে। যার জেরে প্রবল অস্বস্তিতে পড়ে শাসক দল। ইতিমধ্যেই এই কাটমানি খাওয়ার ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। জানা গেছে, মালদহের রতুয়া 1 ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন নির্মাণ সহায়ক বর্তমানে মানিকচকের চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রমোদ সরকারকে শনিবার ভোররাতেই ইংলিশবাজারের অরিন্দম পার্ক এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বস্তুত, এর আগেই এই মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকেশ যাদবকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আর এবার সেই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে গ্রেফতার করায় তীব্র আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়। তবে শুধু সুকেশ যাদব বা প্রমোদ সরকারকে গ্রেপ্তার করেই যে থেমে থাকা হবে না, সেই ব্যাপারেও আশঙ্কা তৈরি হয়েছে দুর্নীতিগ্রস্তদের অনেকের মনে। অনেকে বলছেন, যেভাবে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী কোনো রাজনীতির রং না দেখে কাটমানি খেলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে পুলিশ অনেকটাই হাতের বাধন খুলে এই ব্যাপারে দোষীদের গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছেন। যার জেরে এখনও পর্যন্ত এই ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের অনেকেই যে দুর্নীতিগ্রস্তদের ব্যাপারে নাম বলতে শুরু করবেন সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর যদি তাই হয়, তাহলে অনেক রাঘববোয়ালকেই বিপাকে পড়তে হতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এতদিন কোনো কাজের ক্ষেত্রে তৃণমূলে নেতাদের কাটমানির চোখ রাঙানিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। তবে ভোটে খারাপ ফলাফল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিচুতলার কর্মী-সমর্থকদের দুর্নীতিই যে দায়ী, তা বুঝতে পেরে সেই কাটমানি খাওয়া বন্ধ করার জন্য হুঁশিয়ারি দেওয়াতেই দিকে দিকে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ সংগঠিত হতে শুরু করে। যার জেরে পঞ্চায়েত নির্মাণ সহায়ক থেকে শুরু করে অনেক পঞ্চায়েত প্রধান গ্রেফতার হওয়ায় শাসকদল অস্বস্তিতে পড়লেও প্রশাসন যদি রং না দেখে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকে তাহলে সাধারণ মানুষ অনেকটাই শান্তিতে তোলাবাজদের দাপট ছাড়াই বাংলায় বাস করতে পারবে। কিন্তু মালদহের প্রাক্তন নির্মাণ সহায়ক এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে এই কাটমানি খাওয়ার জন্য গ্রেফতার করায় তাদের জেরা করে এখন দুর্নীতিগ্রস্থদের তালিকায় পরবর্তী কোন নাম উঠে আসে, এখন সেই দিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -